
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের পদত্যাগের প্রতি শুক্রবার তার ‘সর্বোচ্চ সম্মান’ জানিয়েছেন এবং স্বাস্থ্যজনিত বিভিন্ন জটিলতার কারণে পদত্যাগ করায় তার ‘মহান বন্ধুর’ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। খবর এএফপি’র।
Advertisement
নিউ হাম্পশায়ারে অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণা সমাবেশ থেকে ফেরার সময় এয়ার ফোর্স ওয়ানে থাকা
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘অতি মূল্যবান মহান বন্ধু প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রতি আমি আমার ‘সর্বোচ্চ সম্মান’ জানাতে চাই।’
ট্রাম্প আরো বলেন, ‘আমাদের মধ্যে অত্যন্ত ভাল সম্পর্ক ছিল এবং আমি ব্যাপারটি অনেক খারাপভাবে অনুভব করছি কারণ এভাবে তার চলে যাওয়া অবশ্যই অনেক পীড়াদায়ক হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।