আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাস্তার পাশে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শুক্রবার জাপানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
আজ (৮ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় দেশটির নারা শহরে একটি নির্বাচনী অনুষ্ঠানে শিনজো অ্যাবের ওপর গুলি চালানো হয় বলে নিউজ ব্রডকাস্টার এনএইচকে-এর খবরে বলা হয়।
গুরুতর অবস্থায় অবস্থা তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাকে যখন হাসপাতালে নেওয়া হচ্ছিল তখন তিনি অজ্ঞান ছিলেন। তার বুক থেকে রক্ত গড়িয়ে পড়ছিল।
সকালের খবরে বলা হয়, বক্তৃতা যখন মাঝামাঝি পর্যায়ে তখন পেছন থেকে গুলিবিদ্ধ হন অ্যাবে। তার শরীর থেকে রক্তক্ষরণ হতে দেখা গেছে।
জাপানের সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস বলছে, পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে।
জাপানে রাজনৈতিক সহিংসতার ঘটনা খুব বিরল। দেশটিতে বন্দুকের ব্যবহার সীমিত। তারপরও এই অনাকাঙ্খিত ঘটনা ঘটলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।