নরসিংদী প্রতিনিধি: অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করেছে পিপলস ওরিয়েনটেন্ড প্রগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)।
গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এনজিও পপি’র নরসিংদীর রিজিওন এর আয়োজনে শিবপুর জোন অফিসে আনুষ্ঠানিকভাবে উক্ত বৃত্তির ৬ মাসের ১৮ হাজার টাকার চেক প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্র হলেন শিবপুর উপজেলার খড়িয়া গ্রামের সিএনজি চালক বজলুর রহমানের ছেলে আনিসুর রহমান। মেধাবী আনিসুর সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রতি মাসে ৩ হাজার টাকা করে সর্বোচ্চ ৮ বছর দেওয়া হবে এই বৃত্তির টাকা । নরসিংদী জেলায় সে একমাত্র ছাত্র যে এই বৃত্তি পেয়েছেন। তাঁর পিতা-মাতা এনজিও পপির শিবপুর জোন অফিসের সদস্য।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, মাছিমপুর ইউপি সদস্য উম্মে ফাতিমা স্মৃতি, পপির (EES) পরিচালক মোঃ মশিউর রহমান, সহকারী পরিচালক (EES) মো. তাইজুল ইসলাম খান, কর্মসূচী ব্যবস্থাপক মো. চঞ্চল হোসেন, সহকারী কর্মসুচী ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, শিবপুর জোন অফিসের শাখা ব্যবস্থাপক মোঃ মুনজুরুল হক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


