নরসিংদী প্রতিনিধি: মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিসহ ঘর পেল নরসিংদীর শিবপুরে আরো ২৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালী একযোগে সারাদেশের ৩য় পর্যায়ে (২য় ধাপ) ২৬হাজার ২২৯টি ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব গৃহহীন ও ভূমিহীন পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আল জাকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল,মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, আলমগীর হোসে আঙ্গুর, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগাঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আলী মিন্টু প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগন, সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।