নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার নবনির্মিত দুটি ভূমি অফিস ভার্চুয়ালে উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০.০০টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিয়ে এগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমি সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে প্রায় এক কোটি টাকা ব্যয়ে শিবপুর উপজেলার যোশর ইউনিয়ন ও আয়ূবপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে উদ্বোধন করার পর যোশর ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার( ভূমি) মোহাম্মদ শাহরুখ খান,এসময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুল হক মুকুল প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন যোশর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।