নরসিংদী প্রতিনিধি: বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কর্তৃক মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নরসিংদীর শিবপুর উপজেলার ৬৭ নং ভঙ্গারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার।
সোমবার (৮ নভেম্বর) বিকালে তার নিজ বাড়ী লালখারটেকে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বিগত ১৭/০২/২০২০ ইং হতে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। গত ৩০ অক্টোবর আমার বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম খান ওনার স্বার্থসিদ্ধি হাসিল করতে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে সভাপতির স্বাক্ষর জাল করে শ্লিপ ও রুটিন মেরামতের বরাদ্দকৃত অর্থ উত্তোলন ও আত্মসাৎ, বিদ্যালয়ের কাঁঠাল বিক্রির ১১হাজার ৫শ টাকা আত্মসাৎ, একজন শিক্ষকের মাতৃত্বকাল ছুটি নিয়ে অনিয়মের অভিযোগ করেন।
আর এসবের ভিত্তিতে গত ২ নভেম্বর দৈনিক আজকের পত্রিকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
প্রকৃত পক্ষে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। সভাপতির স্বাক্ষরের মাধ্যমেই অর্থ উত্তোলন করা হয়। কাঁঠাল বিক্রি করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি এবং সেই অর্থ ওনার হাতেই গচ্ছিত আছে। একজন সহকারী শিক্ষক মাতৃত্বকালীন ছুটির বিষয়ে তিনি যে অভিযোগ দিয়েছেন তাও ভিত্তিহীন। কোভিড-১৯ চলাকালীন সময়ে উল্লেখিত সহকারী শিক্ষকের সন্তান ভূমিষ্ট হয়। বর্তমানে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হলে যথারীতি সে নিয়মিতভাবে বিদ্যালয়ে পাঠদান চালিয়ে যাচ্ছে। আমি উল্লেখিত সহকারী শিক্ষকের হাজিরা খাতায় কোনো স্বাক্ষর করি নাই। সহকারী শিক্ষক নিজেই তার হাজিরা খাতায় স্বাক্ষর করছেন।
আমি এই অসত্য অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ফেরদৌসী ইসলামের পিতা ইসমাঈল মাস্টার, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।