নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক সবুজ পাহাড় অর্নাস কলেজের ২০২১ সালের এইচ এসসি পরিক্ষার্থীদের সাফল্য কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় কলেজ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাষ্টার। এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী রোটারিয়ান বশিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা দাতা সদস্য সুলতান উদ্দিন মোল্লা, শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আমজাদ হোসেন প্রধান ও যশোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক জাহিদ সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেনসহ কলেজের শিক্ষক,কর্মচারী শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।