জুমবাংলা ডেস্ক : শিবিরের কোনো দায়িত্বশীল বা সদস্যের বিরুদ্ধে তথ্য-প্রমাণসহ টেন্ডারবাজি বা দুর্নীতির অভিযোগ পেলে পত্রিকায় সংবাদ করার অনুরোধ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির সভাপতি ইকবাল হোসেন শিকদার।
রবিবার স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
গোপন রাজনীতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিবির সভাপতি ইকবাল বলেন, আমাদের গোপন রাজনীতি করার কোনো উদ্দেশ্য নেই। আমরা কোনো সময় গোপনে রাজনীতি করিনি। অত্যাচার নির্যাতনের মাধ্যমে দীর্ঘ সময় আমাদের দমন করে রাখা হয়েছিল।
মিডিয়া জাতির সামনে শিবিরকে দানবের মতো উপস্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, বিগত বছরগুলোতে ইসলামী ছাত্রশিবিরকে ক্যাম্পাসগুলোতে দানব বানিয়ে রাখা হয়েছে, এই কাজটা করা হয়েছে মিডিয়ার মাধ্যমে।
জবি শাখা শিবির সেক্রেটারি আসাদুল ইসলাম বলেন, সমাজের সঠিক অবস্থা তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। অন্যায় জুলুম কলমের মাধ্যমে তুলে ধরবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে আমরা নিজেদের জনশক্তি হিসাবে কল্পনা করি। কে শিবির করে কে শিবির করে না, এভাবে আমরা শিক্ষার্থীদের বিভক্ত করি না। কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে আমরা নিজেদের সীমিত সামর্থ্যরে আলোকে সহায়তা করার চেষ্টা করি।
এ সময় জবি শাখা শিবিরের অফিস সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক ইব্রাহিম আলী, শিক্ষা ও গবেষণা সম্পাদক শাহিন আহমেদ, দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ শাওন সর্দার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।