জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একটি কমিটির তালিকার ছবি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে কমিটির আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে নাম রয়েছে অভিনেত্রী পূজা চেরীর। তবে বিষয়টিকে ভুয়া বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম।
বুধবার (১১ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডি থেকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি। ‘ছাত্রশিবিরের প্যাডের ছবি ব্যবহার করে ভুয়া কমিটির গুজব’ শিরোনামে দেয়া ওই স্ট্যাটাসে মঞ্জুরুল ইসলাম লিখেছেন, ‘যারা ছাত্রশিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরকে মোকাবিলা করার চেষ্টা করে থাকে।’
স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এরকম মিথ্যা প্রচারণা করেছে বিরোধীরা। কিন্তু তাদের এই সকল অপকৌশল ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে। আমরা সচেতন ছাত্র-জনতাকে এসব মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।