স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে ফাইনাল খেলেছে ৩ বার। যার মধ্যে ২ বার ফাইনাল খেলেছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে। কিন্তু ফাইনালের সেই শিরোপা জিততে প্রতিবারই ব্যর্থ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।
ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটাররা থাকা সত্ত্বেও আইপিএলের ১২টি আসর শেষ হওয়ার পরেও এখনও শিরোপার মুখ দেখতে পারেনি আরসিবি। যার ফলে কোহলিকে নিয়ে সমালোচনা হয়েছে প্রচুর। কটাক্ষও হজম করতে হয়েছে তাকে।
শুধুমাত্র কোহলির ভক্তরাই নয়, আইপিএলের শিরোপা না জিতায় এবার কোহলিকে খোঁচা দিলেন স্বয়ং অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও।
করোনা ভাইরাসের জন্য ক্রিকেট বন্ধ। তাই ভক্তদের বিনোদন দিতে সামাজিক মাধ্যমে তারকা ক্রিকেটাররা নিজেদের মধ্যে গল্প করছেন। ভক্তদের প্রশ্নের জবাবও দিচ্ছেন।
সম্প্রতি ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টোর সঙ্গে আলাপচারিতায় ওয়ার্নার বলেছেন, আরসিবি’র কিন্তু আইপিএল ট্রফি নেই। বিরাট নিশ্চয় আমাদের কথাবার্তা শুনছেন!
এদিকে কোহলির সঙ্গে ওয়ার্নারের সম্পর্ক বেশ ভালো। সামাজিক মাধ্যমগুলোতে একে অপরের সঙ্গে মেতে উঠেছেন মজার রসিকতায়। আর অজি তারকা ডেভিড ওয়ার্নারের নেতৃত্বেই ২০১৬ সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ চ্যাম্পিয়নও হয়েছিল।
অন্যদিকে কোহলির নেতৃত্বাধীন আরসিবি আইপিএল শিরোপা জিতার সেই রেকর্ড নেই। দু’বার ফাইনালে উঠেও কোহলির দল শেষ হাসি হাসতে পারেনি। আর তার জন্য দেশের অনেক ক্রিকেট বিশেষজ্ঞই কোহলির নেতৃত্বের ক্ষমতা নিয়ে প্রশ্নও তুলেছেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.