স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে রবিবার মাঠে নামছে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। রবিবার দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রেখেছে ইংল্যান্ড। আর নিউ জিল্যান্ড সেমিফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে ১৮ রানের ব্যবধানে জিতে ফাইনাল খেলছে।
এর আগে তিনিবার ফাইনাল খেললেও শিরোপার স্বাদ পায়নি ইংলিশরা। অন্যদিকে, নিউ জিল্যান্ড টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠেছে। বিশ্বকাপের গত আসরে কিউইদের রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল।
চতুর্থবারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলতে নামা ইংল্যান্ড এর আগে ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। ১৯৯২ সালে পাকিস্তানের বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হওয়ার পর দীর্ঘ ২৭ বছর পর ফাইনালে উঠেছে ইংল্যান্ড।
তাই ঘরের মাঠে শিরোপা জয়ের স্বাদ পেতে চায় ইয়ন মরগানের দল। বিশ্বকাপের গত আসরে বাংলাদেশের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। এরপর এই বিশ্বকাপের জন্য নিজেদের গড়ে তুলেছে দলটি।
ধারাবাহিক পারফর্মেন্সের সুবাদে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে তারা। ধারাবাহিকতা ধরে রেখে চলতি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংলিশরা। ফলে বোঝাই যাচ্ছে শিরোপা জেতার জন্য তৈরি হয়েই এসেছে ইংল্যান্ড।
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলা নিউ জিল্যান্ড গত আসরের ফাইনালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারে। এবারের বিশ্বকাপের দুই ফাইনালিস্টই এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে। দুই দলের কেউই উইনিং কম্বিনেশনে পরিবর্তন আনতে চাইবে না। নিউজিল্যান্ড-ইংল্যান্ড দুই দলের কারোরই ইনজুরি সমস্যা নেই।
নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।
ইংল্যান্ড একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।