স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো কোন বিশ্বকাপ জয় করার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। স্বভাবতই, তাদের এ সাফল্যে উদ্বেলিত গোটা জাতি।
যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতার পর আবেগ ধরে রাখতে পারেননি অধিনায়ক আকবর আলীর বাবা মোস্তফাও। ছেলের পারফরম্যান্সে অভিভূত তিনি।
কাঁদতে কাঁদতে মোস্তফা বলেন, ‘আমি কান্না থামাতে পারছি না। এ কান্না খুশির কান্না। আল্লাহ আমার ছেলের ওপর রহমত বর্ষণ করেছেন। তাই পুরো বিশ্বে দেশের নাম উজ্জ্বল করতে পেরেছে সে।’
বলেছেন, আমার ছেলে জয় নিয়ে দেশে ফিরবে-এ পণ করেই খেলতে গিয়েছিল। সন্তান আমার অদম্য। তার ইচ্ছা পূরণ হয়েছে। সঙ্গে আমরা একটা বিশ্বকাপ জিতলাম।
আকবরের গ্রামের বাড়ি রংপুরের পশ্চিম জুম্মাপাড়া। বিশ্বজয়ের পর পরই তার বাড়িতে ভিড় জমান সাংবাদিকরা। ঢল নামে শুভাকাঙ্ক্ষীদেরও।
পরে বিজয় আনন্দে প্রকম্পিত হয়ে ওঠে তার বাড়িসহ পুরো এলাকা। জয় উৎসবে বিভিন্ন প্রান্ত থেকে আনন্দ মিছিল এসে ও বাড়ির সামনে সমবেত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।