জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন লিয়াকত আলী লাকী। প্রায় এক যুগ ধরে তিনি শিল্পকলার মহাপরিচালকের পদে ছিলেন। সোমবার (১২ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।
শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি মন্ত্রণালয়ে এসে জেনেছি মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন।
কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবে না: প্রধান নির্বাচক
২০১১ সালের ৭ এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবে নিয়োগ পান লিয়াকত আলী লাকী। ২০২৩ সালের ২৯ মার্চ তার মেয়াদ সপ্তমবারের মতো বাড়ানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।