আন্তর্জাতিক ডেস্ক : দেশের অর্থনীতির অবস্থা খারাপ। সেই অবস্থার উন্নতির জন্য আজারবাইজানের বাকুতে সম্প্রতি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছিল পাকিস্তানের সারহাদ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআইপি)। উদ্দেশ্য ছিল, সে দেশ থেকে লগ্নি টেনে পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করা।
সম্মেলনকে ‘সফল’ করতে এক অভিনব পন্থা নিয়েছিল এসসিসিআইপি। সম্মেলনে শিল্পপতি ও বিনিয়োগকারীদের ‘আকৃষ্ট’ করতে একেবারে বেলি নাচের আসর বসিয়ে দিয়েছিল তারা!
বিনিয়োগ সম্মেলনে বেলি নাচের সেই ভিডিও নিজের টুইটার হ্যান্ডল থেকে শনিবার রাতে পোস্ট করেছেন পাকিস্তানের সাংবাদিক গুল বুখারি। তার পরই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ওই ভিডিও পোস্ট করে বুখারি লিখেছেন, বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতে পাকিস্তানের ইনভেস্টমেন্ট প্রোমোশন কনফারেন্সে বেলি ডান্সাররা।
এই ভিডিও ভাইরাল হতেই প্রশ্নের মুখে পড়েছেন বিনিয়োগ সম্মেলনের আয়োজকরা। সে দেশের বিভিন্ন মহল থেকে ধেয়ে আসছে সমালোচনাও। নেটিজেনরা বলছেন, এই ভিডিওই বলে দিচ্ছে কোন পথে চলছে দেশ।
When General Doctrine Chief Economist tries to lure investors into the Pakistan Investment Promotion Conference in Baku, Azerbaijan with belly dancers…. pic.twitter.com/OUoV85wmnV
— Gul Bukhari (@GulBukhari) September 7, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।