বিনোদন ডেস্ক : সারাক্ষণই কাজের মাঝে তুমুল ব্যস্ত, মুখের হাসিটি ম্লান হয় না কখনো। মা নেই, বাবাও অনেকটা দুর্বল হয়ে গেছেন অসুখের ভারে। সুরকার আলাউদ্দিন আলী কদিন আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন, বাবার পাশেই ছিলেন আলিফ। এতো সব ডামাডোলে নিজের কথা আর জানাননি কাউকে। প্রায় দশ বছর ধরে অসুখ পুষেছেন, এখন দুটি কিডনিই প্রায় অচল হয়ে গেছে। আনজাম মাসুদ ফেসবুকে জানানোর পর আমরা যোগাযোগ করি আলিফের সঙ্গে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
আনজাম মাসুদ বুধবার ফেসবুক পোস্টে লেখেন, “সর্বদা হাসিখুশি এই মেয়েটি বিগত ৮-১০ বছর যাবত পলিসিস্টিক কিডনি রোগে আক্রান্ত।”
আনজাম লিখেছেন, জিনগতভাবে মা সালমা সুলতানার কাছ থেকে এ রোগ পেয়েছেন আলিফ। প্রখ্যাত সংগীতশিল্পীও সালমাও এ রোগে মারা যান কয়েক বছর আগে।
আনজাম বলেন, “ডাক্তারের পরামর্শ ও নির্দেশ মতো তালিকাভুক্ত খাবার এবং ঔষধ খেয়েই দুরারোগ্য রোগের সাথে (আলিফ) যুদ্ধ করে যাচ্ছেন। আমরা যখন মিউজিকবাজ দেখি, যখন তার গান শুনি একটিবারের জন্যও আপনাদের কি মনে হয় যে তার দুটো কিডনির আশিভাগ ড্যামেজ সবার কাছে আমাদের প্রিয় আলিফের জন্য দোয়া কামনা করছি, কারণ খুব তাড়াতাড়ি তার একটি কিডনি প্রতিস্থাপনের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ইতোমধ্যে হাসপাতাল কেন্দ্রিক কাজগুলো শুরু হয়েছে। আমাদের এই প্রিয় বোন, বন্ধুটির জন্য আপনার আমার সবার মানসিক সাপোর্ট এবং দোয়া বিশেষ প্রয়োজন।”
সাংবাদিকদের কোন তথ্য প্রয়োজন হলে ফোন করতে বলেছেন আনজাম মাসুদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



