Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home শিল্প মন্ত্রণালয়ের সাবেক ৫সচিবের পকেটে ৭শ’ কোটি
    অপরাধ-দুর্নীতি স্লাইডার

    শিল্প মন্ত্রণালয়ের সাবেক ৫সচিবের পকেটে ৭শ’ কোটি

    Soumo SakibMarch 13, 20257 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : ফ্যাসিষ্ট আওয়ামী-লীগ সরকারের আমলে সাবেক শিল্প মন্ত্রণালয়ের ব্যাপক অনিয়ম দুর্নীতি এবং গত ১০ বছরে নজিরবিহীন রাজত্ব কায়েম করে বিদেশি বিনিয়োগকারীর প্রতিষ্ঠান থেকে ৬৭৮১ কোটি টাকা ( প্রায় ৭’শ কোটি টাকা) নিজেদের পকেটে হাতিয়ে নিয়েছেন প্রশাসনের বড় বড় কর্মকর্তা এবং শিল্প মন্ত্রণালয়ের সাবেক ৫সচিব। ইনকিলাবের করা প্রতিবেদন থেকে বিস্তারিত-

    শিল্প মন্ত্রণালয়ের সাবেকএরা হলেন, সাবেক সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, সাবেক সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক সচিব হালিম, সাকেক শিল্প ও জনপ্রশান মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এম আলী আজম এবং সর্বশেষ জাকিয়া সুলতানা কাফকোর চেয়ারম্যান থাকাকালে বিদেশি বিনিয়োগকারীর প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ নিয়েছেন। সরকার নামমাত্র মূল্যে গ্যাস সরবরাহ করে আসছে।

    তাদের কাছে ব্যাখা চাওয়া জরুরি বলে মনে করছেন কর্মকর্তারা। কর্মকর্তাদের অভিযোগ,সরকার প্রায় ৫০ শতাংশ কমমূল্যে কাফকোকে গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য জ্বালানি সুবিধা দেয়। প্রতিষ্ঠানটি সরকারের কাছ থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার সুবিধা নিয়েছেন। নামমাত্র মূল্যে দেশের গ্যাস ও জ্বালানিতে মুনাফাও হলেও সেটি বিদেশি বিনিয়োগকারীদের কাছে চলে যাচ্ছে।

    এই মুনাফা ডলারে পাঠানো হয়। অথচ বাংলাদেশ ব্যাংকে ডলার সংকট চলছে। কিন্তু সদ্য সাবেক শিল্প সচিব জাকিয়া সুলতানা ও তার আগে ৪জন সচিবের যোগসাজশে বিদেশি বিনিয়োগকারীরা দেশের টাকা নিয়ে যাচ্ছে। বিনিময়ে শিল্প সচিবরা বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো.ওবায়দুর রহমান ইনকিলাবকে বলেন, আসলে আমার আগে যারা এ মন্ত্রণালয়ের সচিব ছিলেন, তাদের ৫ জনের সাথে আমার চাকরি করার সুযোগ হয়েছে। বিদেশি বিনিয়োগকারীর প্রতিষ্ঠানের ৭’শ কোটি টাকা ৫ সচিবদের পকেটে গেছে কি না তা ক্ষতিয়ে দেখা হবে।

    জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের সদ্য সাবেক সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। ফ্যাসিষ্ট ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন এই আমলাকে গত ২০ ফেব্রুয়ারি বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে যাওয়ার আগ পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের অধীন কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পাানি লিমিটেডে (কাফকো) পদাধিকারবলে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে কাফেকোতে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়েছেন তিনি। জাকিয়া এবং তার আগের চারজন শিল্প সচিবের মদদে কাফকোর পৌনে ৭ হাজার কোটি টাকা অবৈধভাবে নিয়ে গেছে বিদেশি বিনিয়োগকারী চার প্রতিষ্ঠান। অনৈতিক সুবিধা নিয়েই তারা দেশের এ বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে চলে যেতে সাহায্য করেছেন তারা। এ সংক্রান্ত সকল প্রমাণপত্র রয়েছে। তবে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগই তিনি অস্বীকার করেছেন।

    কাফকোর ক্ষুব্ধ কর্মকর্তারা অভিযোগে বলেন, অন্যায়ভাবে দক্ষ ইঞ্জিনিয়ারদের কম গুরুত্বপূর্ণ বিভাগে বদলি, অনিয়মের মাধ্যমে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিট বা সিএসআর ফা- আত্মসাৎ, জুম মিটিংয়ের জন্য অস্বাভাবিক সম্মানী গ্রহণ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ না দিয়েই নিজেই সেই পদের বেতন-ভাতা ভোগসহ নানা অনিয়ম করেছেন সাবেক সচিব জাকিয়া সুলতানা। গত ২০২১ সালের মে মাসে শিল্প মন্ত্রণালয়ে যোগ দিয়েই একের পর এক অনিয়মে জড়ান তিনি। বাংলাদেশ সরকার ও বিদেশি মালিকানায় পরিচালিত কাফকোতে চেয়ারম্যান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিইওর দায়িত্বও পালন করেছেন তিনি। সিইও নিয়োগ দিতে কাফকোর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হলেও তিনি তা বাস্তবায়ন করেননি। সিইওর বেতনের পৌনে ৪ লাখ টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করার উদ্দেশ্যেই জাকিয়া বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের পথে হাঁটেননি। এ নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তার উপর ক্ষুব্ধ ছিলেন। কিন্তু ভয়ে কেউ মুখ খুলেননি। কারণ তার স্বামী পুলিশের অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলামের ভয় দেখিয়ে সবার মুখ বন্ধ রাখতেন তিনি।

    আতিকুল জুলাই আন্দোলনের সময় পুলিশ হেডকোয়ার্টারের অপারেশনাল প্রধান হিসেবে গণহত্যার নির্দেশ বাস্তবায়নকারীদের মধ্যে অন্যতম। হাসিনার পতনের পর চাকরিচ্যূত হন আতিকুল। পরে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে তার বিচার চলছে। অথচ নানা অনিয়ম ও ফ্যাসিবাদের সুবিধাভোগী সচিব হিসেবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন ৫ সচিবরা। তবে গত ২৮ ফেব্রুয়ারি তার পাসপোর্ট বাতিল করে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

    ৬৭৮১ কোটি টাকা বিদেশিদের পকেটে: কাফকো বাংলাদেশ সরকারের কাছ থেকে নামমাত্র মূল্যে গ্যাস, অবৈধ শুল্কছাড় এবং নিম্ন আয়কর (৫০%) সুযোগ সুবিধায় নিয়েছেন সচিবরা। এটি বাংলাদেশের আইনের পরিপন্থি।

    এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একাধিকবার আপত্তি জানালে এসব সুবিধা বন্ধ করা যায়নি। সরকারি সুবিধা নিয়ে মুনাফা করার পর সে টাকা চলে যাচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের শত শত কোটি টাকা নিজের পকেটে নিয়েছেন সচিবরা। তাদেরকে এ সুবিধা দিতে তৎপর থাকেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও বিসিআইসির চেয়ারম্যানরা। ডিভিডেন্টের নামে ২০১২ সালের জুন থেকে গত ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত ৬ হাজার ৭৮১ কোটি টাকা নিয়ে গেছে বিদেশি বিনিয়োগকারী চার প্রতিষ্ঠান। এদের মধ্যে মারুবেনী ও চিয়োদা ৩ হাজার ৬৯৩ কোটি, সাইফা ও টপশো ১ হাজার ৭১৪ কোটি, আই.এফ ইউ ১ হাজার ১৮৯ কোটি এবং স্টেমিকার বন ১৮৫ কোটি টাকা নিয়ে গেছে। বাংলাদেশ সরকার নামমাত্র মূল্যে গ্যাস, শুল্কছাড় এবং নি¤œ আয়কর (৫০%) সুবিধা না দিলে লাভের মুখ দেখতো না কাফকো। এবং বিদেশি বিনিয়োগকারীরাও দেশের টাকা লুটে নেওয়ার সুযোগ পেত না।

    সরকারের এ সুবিধা বন্ধের দাবি জানিয়েছেন কর্মকর্তারা। ফ্যাসিষ্ট সরকারের সাবেক শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, সাবেক সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. আব্দুল হালিম, কে এম আলী আজম এবং সর্বশেষ জাকিয়া সুলতানা কাফকোর চেয়ারম্যান থাকাকালে বিদেশি বিনিয়োগকারীর প্রতিষ্ঠানটির লভ্যাংশ নিয়ে গেছেন তরা। অথচ সরকার নামমাত্র মূল্যে গ্যাস সরবরাহ করে আসছে। তাদের কাছে ব্যাখা চাওয়া জরুরি বলে মনে করছেন কর্মকর্তারা। কর্মকর্তাদের অভিযোগ, সরকার প্রায় ৫০ শতাংশ কমমূল্যে কাফকোকে গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য জ্বালানি সুবিধা দেয়। প্রতিষ্ঠানটি সরকারের কাছ থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার সুবিধা পাচ্ছে।

    নামমাত্র মূল্যে দেশের গ্যাস ও জ্বালানিতে মুনাফাও হলেও সেটি বিদেশি বিনিয়োগকারীদের কাছে চলে যাচ্ছে। এই মুনাফা ডলারে পাঠানো হয়। অথচ বাংলাদেশ ব্যাংকে ডলার সংকট চলছে। কিন্তু সদ্য সাবেক শিল্প সচিব জাকিয়া সুলতানা ও তার আগে আরও তিন সচিবের যোগসাজশে বিদেশি বিনিয়োগকারীরা দেশের টাকা নিয়ে যাচ্ছে। বিনিময়ে শিল্প সচিবরা বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে বিশেষ সুবিধা ভোগ করেছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ২০২৩ সালের ১৮ ডিসেম্বর থেকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে কাফকোকে গ্যাস সরবরাহের ক্ষেত্রে গ্যাসের মূল্যহার শিল্প শ্রেণির জন্য নির্ধারিত মূল্যহার অনুযায়ী প্রতি ঘনমিটার ৩০ টাকা নির্ধারণ করে। কিন্তু কাফকো পূর্ববর্তী মূল্যহার প্রতি ঘনমিটার মাত্র ১৪ টাকা করে পরিশোধ করে আসছে। ফলে মূল্যহার বাড়ানোর পর থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের কাছে কাফকোর বকেয়া পড়েছে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা। কাফকোর চেয়ারম্যান ও সিইও হিসেবে এ বকেয়া পরিশোধের কোনো উদ্যোগই নেননি সচিব।

    সাবেক সচিব জাকিয়ার গাড়ি বিলাস: নিয়মনীতির তোয়াক্কা না করেই তিনি কাফকোর দুটি গাড়ি নিজের দখলে রাখেন। গাড়ির ড্রাইভার, তেল ও রক্ষণাবেক্ষণসহ সমস্ত খরচই তিনি কাফকো থেকে মেটাতেন। অথচ শিল্প সচিব হিসেবেও তিনি মন্ত্রণালয়ের গাড়ি ব্যবহার করতেন। ক্ষমতার অপব্যবহার করে গাড়ি বিলাসী পরিবার গড়ে তোলেন। কাফকো থেকে নেওয়া গাড়ির একটি তার মেয়ে নিয়মিত ব্যবহার করতেন। পাজেরো গাড়িটির নম্বর ঢাকা মেট্টো ঘ-১১-৯০৯৭ এবং দুই কোটি টাকা দামের ঢাকা মেট্টো ঘ-১৫-৪০২৯ ল্যান্ড ক্রুজার। দুটি গাড়ি ব্যবহারের বিষয় অস্বীকার করে তিনি বলেন, আমি কখনোই দুটি গাড়ি ব্যবহার করিনি। আমি একটি কাফকোর একটি গাড়িই ব্যবহার করেছি। মন্ত্রণালয়ের সচিব হিসেবে আমি গাড়ি নেইনি।

    ইচ্ছামতো সিএসআর ফান্ড ভাঙেন : কাফকোর চেয়ারম্যান হওয়ার পর সিএসআর ফান্ড থেকে নামে-বেনামে ২ কোটি ৪১ লাখ ৮৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।এ টাকার বেশিরভাগই তার নিজ জেলা নাটোরে আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করেন। নাটোরের শিঙ্গা বাজারে দুই দফায় ১২ লাখ ৬৫ হাজার টাকা, নাটোর সুগার মিলে ২২ লাখ টাকা এবং শিঙ্গা চলন বিল স্কুলে ২ লাখ ৮৭ হাজার টাকা বিতরণ করে সচিব জাকিয়া। ক্ষমতার অপব্যবহার করে নিজের জেলাতে দফায় দফায় সিএসআর ফান্ড থেকে টাকা দেওয়াকে ভালোভাবে নেননি কর্মকর্তারা। এছাড়া তার পুলিশ স্বামীর অনুরোধে বাংলাদেশ মহিলা পুলিশের জন্য তিনি দুই দফায় সাড়ে ৬ লাখ টাকারও বেশি অনুদান তিনি দেন। সিএসআর ফান্ড অপব্যবহারের সকল তথ্যই হাতে রয়েছে।

    জুম মিটিংয়েও অস্বাভাবিক সম্মানি : কাফকোর জুম মিটিংয়ের জন্যও অস্বাভাবিক সম্মানি নিতেন জাকিয়া সুলতানা। শিল্প মন্ত্রণালয়ে যোগদানের পর বিভিন্ন সময় শুধুমাত্র মিটিং বাবদই কাফকো থেকে ১১ লাখ ৮৩ হাজার ৮৬৬ টাকা নিয়েছেন। কর্মকর্তারা জানান, জাকিয়া সুলতানা স্বৈরাচার শেখ হাসিনার বিশ্বস্ত সহযোগী হিসেবে সিনিয়র সচিবের পদোন্নতি নিয়ে দীর্ঘদিন শিল্প মন্ত্রণালয়ে দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন। শিল্প মন্ত্রণালয় ও কাফকোর কয়েকজন কর্মচারীকে নিজের বাসায় কাজ করাতেন জাকিয়া সুলতানা। এটি পুরোপুরি চাকরিবিধি লঙ্ঘন। তবুও তিনি ক্ষমতার অপব্যবহার করে কর্মচারীদের নিজের ইচ্ছেমতো কাজে খাটাতেন। এ নিয়ে কর্মকর্তারা ক্ষোভে ফুসলেও ভয়ে কেউ মুখ খুলেননি। খনিজ

    সম্পদের বকেয়া ২২০০ কোটি: সরকারের কাছ থেকে কমমূল্যে গ্যাস নিয়ে মুনাফার পর সেই টাকা বিদেশি বিনিয়োগকারীদের হাতে চলে গেলে বকেয়া রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২ হাজার ২০০ কোটি টাকা। ৫ সচিবের গড়িমসির কারণে কাফকো এ টাকা পরিশোধ করেনি। অন্যায়ভাবে

    চার ইঞ্জিনিয়ারকে বদলি : কাফকোর সদ্য সাবেক চেয়ারম্যান ও সিইও জাকিয়া সুলতানা ক্ষমতার অপব্যবহার করে চারজন ইঞ্জিনিয়ারকে প্ল্যান্ট থেকে ঢাকা হেড অফিসে বদলি করেন। এসব ইঞ্জিনিয়ারদের তিনি বিক্রয় ও মানবসম্পদ বিভাগে বদলি করে কাফকোর বড় ধরনের ক্ষতি করেন। ব্যক্তিগত ক্ষোভ থেকেই তাদেরকে বদলি করেছেন বলে জানা গেছে।

    এ বিষয়ে সাবেক শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, আমার মনে হয় এ বিষয়ে কোম্পোনি ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারেন। এটার সুনির্দিষ্ট আইন আছে। বিদেশি বিনিয়োগকারীরা কেন এত টাকা নিয়ে গেল সেটি আমি জানি না। এটা আমি বলতে পারবো না। তারা জানতে পারেন। এছাড়া অন্যান্য সচিবদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

    নোয়াখালীতে বার্ষিক হাটবাজার ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১২

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘মন্ত্রণালয়ের ৫সচিবের ৭শ’ অপরাধ-দুর্নীতি কোটি পকেটে শিল্প সাবেক স্লাইডার
    Related Posts
    তরুণীকে গলা কেটে হত্যা

    কমলাপুর স্টেশনে তরুণীকে গলা কেটে হত্যা, প্রেমিক হাতেনাতে গ্রেপ্তার

    August 26, 2025
    Sangbad

    বাংলাদেশ জেলের নাম হবে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

    August 26, 2025
    কোকেনসহ নারী গ্রেপ্তার

    শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ নারী গ্রেপ্তার

    August 26, 2025
    সর্বশেষ খবর
    Shedeur Sanders NFL Draft Controversy Involving Browns

    Fox-YouTube TV Dispute Could Leave NFL Fans Without Games

    Galaxy S26 Qi2 Charging May Require Key Feature Sacrifice

    Galaxy S26 Qi2 Charging May Require Key Feature Sacrifice

    Gold Price

    দেশের বাজারে বাড়ল সোনার দাম, ভরি কত?

    Ukrainian Refugee Killed in US After Fleeing War

    Ukrainian Refugee Murdered in US After Fleeing War-Torn Homeland

    Fernando Valenzuela Day

    California Honors Dodgers Legend Fernando Valenzuela with State Day

    স্বর্ণের দাম

    দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা

    Fazlur Rahman

    শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত

    Elon Musk Delays Third-Party Political Push for Companies

    Elon Musk Sues Apple and OpenAI Over ChatGPT Allegations

    Maymansing

    স্বামীকে থানায় খাবার দিতে গিয়ে গ্রেফতার হলেন স্ত্রী

    semiconductor research grant

    US Commerce Department Voids $7.4 Billion Semiconductor Research Grant

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.