Advertisement
চট্টগ্রামে আহত অবস্থায় উদ্ধার করে এক শিশুকে হাসপাতালে ভর্তির পর তার পরিবারের সন্ধানে নেমেছে পাঁচলাইশ থানা পুলিশ।
বুধবার দুপুরে নগরীর মুরাদপুর থেকে তাকে উদ্ধার করা হয়।
শিশুটি প্রতিবন্ধী। বয়স আনুমানিক দেড় বছর। তার পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, মুরাদপুর এন মোহাম্মদ প্লাস্টিক শো-রুমের সামনের রাস্তা থেকে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। তার পা দুটি বাঁকা এবং নাকে পোড়া দাগ রয়েছে। পরিবারের সন্ধান পেতে চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।