শাহরিয়ার শাহাদাত : ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই হাড় কাঁপানো ঠান্ডা শীতল শীতে নিশ্চয়ই ভালো আছো! নতুন বছরে নতুন ক্লাসে রঙিন রঙিন বই পেয়ে বেশ ফুরেফুরে আছো! পড়াশোনার পাশাপাশি সুযোগ পেলে মজার মজার শিশুতোষ গল্পের বই পড়া কিংবা সিনেমা দেখতে কার না ভালো লাগে! অবসরে তোমরা দেখতে পারো সুন্দর সুন্দর শিশুতোষ অ্যানিমেশন মুভি।
আজ তোমাদের সঙ্গে তেমনি একটি অসাধারণ অ্যানিমেশন মুভির গল্প শেয়ার করব। মুভিটি মূলত হারিয়ে যাওয়া দুই ভাইবোনের আবার একসঙ্গে হওয়ার আশ্চর্যজনক গল্প। ভাই যে তার হারিয়ে যাওয়া আপন ছোট বোনকে খুঁজে পেতে যে কোনো দুঃসাহসিক কাজ করতে রাজি সেটাই এই সিনেমায় ফুটে উঠেছে। তোমরা যারা রূপকথার গল্প বা সাধারণ অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য ”The Magician’s Elephant” মুভিটি বেশ উপভোগ্য হবে। এর সুন্দর ভিজুয়াল ও দুর্দান্ত ভয়েস তোমাদের ভালো লাগবে। ম্যাজিশিয়ানস এলিফ্যান্ট একটি ব্যতিক্রমী চলচ্চিত্র, যা জীবনের মূল্যবান পাঠ দর্শকের সামনে আনে।
গল্পটি পিটার নামে একটি অনাথ ছেলেকে নিয়ে, যে খুব অল্প বয়সে তার বোনকে হারায়। পিটার সবসময় তার বোনের সঙ্গে আবার দেখা করতে চেয়েছিল, কিন্তু তার বোন নবজাতক থাকাকালীন হারিয়ে গিয়েছে। তার বাবা-মা উভয়ই একটি যুদ্ধে মারা গিয়েছিলেন। তখন থেকেই একজন অবসরপ্রাপ্ত সৈনিক অভিভাবকের মতো পিটারের যত্ন নিয়েছেন। একদিন কিশোর পিটার মাছ এবং বাসি রুটি কিনতে বাজারে যায়। ঘটনাক্রমে পিটার রাতের খাবার কেনার পরিবর্তে একটি কয়েনের বিনিময়ে একজন মহিলা জ্যোতিষীর কাছে হাজির হয়। সে হারিয়ে যাওয়া ছোট বোন অ্যাডেলের অস্পষ্ট স্মৃতিচারণ করে। পিটার জ্যোতিষী নারীকে হাত দেখিয়ে জিজ্ঞেস করে, ‘আমার বোন কি বেঁচে আছে? তাকে কোথায় পাব’? ভবিষ্যদ্বাণীকারী ওই নারী জানায়, ‘এই শহরে একটি হাতি আছে। যদি সেই হাতিটিকে অনুসরণ করো, তাহলে তুমি তোমার বোনকে খুঁজে পেতে পার।’ পিটার যে কোনো মূল্যে তার বোনকে খুঁজে পেতে চায়। তাই সে ওই নারী তাকে যা করতে বলে (হাতিকে অনুসরণ) তা মেনে চলে। কিন্তু শহরের কাছাকাছি কোথাও কোনো হাতি না পেয়ে পিটার মহিলার ভবিষ্যদ্বাণী যে সত্য হবে এমন আশা হারিয়ে ফেলে।
এদিকে, একজন জাদুকর একটি পারফরম্যান্সের সময় দুর্ঘটনাক্রমে একটি হাতিকে জাদু করে, যা পুরো শহরকে অবাক করে দেয়। পিটার হাতিটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্থানীয় ব্যক্তিরা তাকে থামিয়ে দেয়। পিটার অবশেষে একটি চুক্তি করে যে, সে তিনটি অসম্ভব কাজ করবে।
পিটার তিনটি অসম্ভব কাজ করতে পারল কিনা, সে হাতির অধিকার পেল কিনা, সে তার ছোট বোনকে খুঁজে পেল কিনা তা জানার জন্য তোমাকে এই সিনেমাটি দেখতে হবে।
সিনেমাটি থেকে নিজ পরিবারের যত্ন নেওয়া, আপনজনদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, যা কিছু-ই করবে তাতে দৃঢ় বিশ্বাস-আস্থা এসব বিষয় উপলব্ধি করা ও শেখার আছে। বাবা-মাকে বলে নেটফ্লিক্স থেকে দেখতে পারো সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।