কিশোরগঞ্জের মাদরাসাছাত্র মাহবুব আল হাসান (১৭) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। পরিবেশ, জলবায়ু সচেতনতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন পেয়েছেন তিনি।
নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই পুরস্কারে মনোনীত করে।
মাহবুব কিশোরগঞ্জ আহমাদ জুবাইদা দাখিল মাদরাসা থেকে ২০২২ সালে দাখিল এবং হয়বতনগর এ. ইউ. কামিল মাদরাসা থেকে ২০২৪ সালে আলিম পাস করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
গত তিন বছর ধরে মাহবুব নেতৃত্ব দিচ্ছেন নিজের প্রতিষ্ঠিত সংগঠন ‘The Change Bangladesh’, যার মাধ্যমে শিশুদের স্বাস্থ্যসেবা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। তার উদ্যোগে শিশুদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা ছড়ানো, বৃক্ষরোপণ, গাছের চারা, পেনসিল, খাতা ও কলম বিতরণ, এবং হাওর অঞ্চলের শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় কাজ চলছে।
অসুস্থ শিশুদের জন্য তিনি গড়ে তুলেছেন ‘ব্লাড খুঁজি’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা জরুরি মুহূর্তে রক্তদাতাদের সঙ্গে রোগীর পরিবারকে যুক্ত করে।
মাহবুব আল হাসান বলেছেন, “শিশুরাই আমাদের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সবার। এটি আমার জীবনের লক্ষ্য ও প্রতিজ্ঞা। এই আন্তর্জাতিক মনোনয়ন আমাকে আরও বড় পরিসরে শিশুদের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।