এই নগরীতে শিশুদের হট্টগোল করার যেন কোনো জায়গা নেই। এই তাগিদ থেকেই নতুন বছরের শুরুতেই শিশুদের জন্য তাদেরকে নিয়ে আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমী হট্টগোল শিশু উৎসব। শিশুদের জন্য মজার সব ব্যতিক্রমী আয়োজন নিয়ে ৩ ও ৪ জানুয়ারি ধানমন্ডির মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে হট্টগোল শিশু উৎসব। প্রথমবারের মতো নানা রকম মুখরোচক খাবারের সুপরিচিত উদ্যোগ এন’স কিচেন ও ইভেন্ট হাউস বর্তুল এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
হট্টগোল শিশু উৎসবের আয়োজক ও এন’স কিচেনের স্বত্ত্বাধিকারী ফাতেমা আবেদীন নাজলা বলেন, আমাদের এই শহরে শিশুদের জন্য কমার্শিয়াল কিছু স্পেস ছাড়া আসলে যাওয়ার কোনো জায়গা নেই। শীতের এই ছুটির সময়ে চারিদিকে এত আয়োজন চললেও তাদের মুক্তভাবে খেলা, মজাচ্ছলে শেখা আর হট্টগোল করার সুযোগ খুব সীমিত। সেই চিন্তা থেকেই আমরা হট্টগোল শিশু উৎসব আয়োজন করেছি।
আজ ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় এনস কিচেনে এক সংবাদ সম্মেলনে নাজলা পুরো আয়োজন সম্পর্কে উপস্থিত উদ্যোক্তা, সংবাদকর্মী ও শুভানুধ্যায়ীদেরকে অবহিত করেন। বর্তুল ইভেন্ট হাউসের এবি সিদ্দিকি জেম বলেন, কেবলমাত্র শিশুদেরকে ফোকাস করে তাদের জন্য এমন একটি আয়োজন করতে পেরে তিনি খুবই গর্বিত বোধ করছেন। স্বতঃস্ফূর্ত খেলা আর শেখার এই শিশু উৎসব শিশু ও তাদের মা বাবাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বটতলা নাট্যদলের হুমায়ুন আজম রেওয়াজ। তিনি উচ্ছাস প্রকাশ করে বলেন, শিশুদের জন্যু এমন মুক্তভাবে সবাই মিলে হট্টগোল করা আর সেইসঙ্গে নাটক, গান, কবিতা আর কারুশিল্পের নানা দিক মজাচ্ছলে শেখার এই আয়োজন দেখা যায় না আসলে। বটতলার আয়োজন সবাইকে আনন্দ দেবে, এমনই প্রত্যাশা তাঁর।
আয়োজকরা জানান শিশুদের জন্য বেশ কিছু মজার অ্যাকটিভিটি নিয়ে সাজানো হয়েছে এই উৎসব। ৩ জানুয়ারি সকাল ১১টায় শিশুরা ফিতা কেটে উদ্বোধন করবে হট্টগোলের। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ক্রাফট কর্মশালা। এই কর্মশালা পরিচালনা করবে জলছবি ক্রিয়েটিভ স্কুল। এরপরই থাকবে পাপেট শো ও পাপেট কর্মশালা। এটি চলবে বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা। এই কর্মশালার আয়োজনে থাকবে জলপুতুল পাপেটস। সন্ধ্যায় সঙ্গীত আয়োজন থাকবে জাগতিকের অংশগ্রহণে।
এসকল আয়োজনের পাশাপাশি দুই দিনই চলবে শিশুবান্ধব দেশি পণ্যের প্রদর্শনী। এখানে অংশ নেবে- মাদল, দীঘল, দয়ীতা, ফুলবিলাস, শখের ডিব্বা, সিল্ক অ্যান্ডি বাই মিতুসহ আরও অনেক উদ্যোগ। এই আয়োজন দেশি উদ্যোক্তাদের জন্য এখনো উন্মুক্ত। চাইলে ২ তারিখ পর্যন্ত নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন ইচ্ছুক উদ্যোক্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।