জুমবাংলা ডেস্ক : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, পাঠ্যবইয়ের বাইরে মনোজগতের বিকাশে দেশের সকল শিশুকে সৃজনশীল, বিজ্ঞানমনস্ক, মানবিক, সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে আজকের শিশুরাই এখন নিজেদের স্মার্ট করে গড়ে তুলছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে অভিভাবকরা শিশুদের অসাম্প্রদায়িক বাংলাদেশ সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীন লিটন ও সভাপতি লাকী ইনাম প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়াও শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘দেশে উৎপাদিত বেভারেজ পণ্যে নেশাদ্রব্যের উপস্থিতি পাওয়া যায়নি’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।