Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home শিশুর প্রতি মহানবি (স:)-এর ভালোবাসা
ইসলাম ধর্ম

শিশুর প্রতি মহানবি (স:)-এর ভালোবাসা

Saiful IslamOctober 16, 20203 Mins Read
Advertisement

হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ্ : শিশুরা আমাদের জন্য পরম সৌভাগ্য, আল্লাহর পক্ষ থেকে এক বড় নেয়ামত। এদের ঘিরে রচিত হয় আমাদের হাজারো রঙিন স্বপ্ন। শিশুরা আমাদের ভবিষ্যত-কর্ণধার। আজ যারা হাঁটি হাঁটি পা-পা করে চলছে তারাই একদিন একটি জাতির নেতৃত্ব দেবে। এ জন্যই রসুলুল্লাহ (স) শিশুদের ভালোবাসতেন, আদর করতেন এবং তাদের প্রতি বিশেষ যত্ন নিতেন।

তাদের তিনি বেহেশতের ফুল বলে উল্লেখ করেছেন। নবিজি (স.) শিশুদের পিতা-মাতার প্রতি আহ্বান জানিয়ে বলেন—‘তোমরা সন্তানদের প্রতি যত্নবান হও এবং সুশিক্ষা দিয়ে তাদের সচ্চরিত্রবান করে গড়ে তোলো।’ (ইবনে মাজাহ্)। মহানবি মুহাম্মদ (স.) শিশুদের এতই ভালোবাসতেন যে, তাদের দেখে তিনি বুকে জড়িয়ে ধরতেন এবং চুমু খেতেন। কখনো কখনো নিজে ঘোড়া সেজে হাসান-হুসাইনকে (রা.) পিঠে সওয়ার করাতেন। কোনো শিশুকে নবিজি পর বলে ভাবতেন না। তিনি পালকপুত্র যায়েদের ছেলে ওসামাকে নিজহাতে নাক পরিষ্কার করে দিতেন। কেউ শিশুদের প্রহার করলে নবিজি তা সহজে মেনে নিতে পারতেন না।

রসুলুল্লাহ (স:) শিশুদের মন উঁচু করার জন্য তাদের বাহবা দিতেন। একবার সাহাবি খালিদ ইবনে সাঈদ (রা.) তার শিশুকন্যাকে সঙ্গে করে নবিজির দরবারে এলেন। মেয়েটির পরনে ছিল লাল জামা। নবিজি তাকে খুশি করার জন্য ‘সুন্দর’ ‘সুন্দর’ বলে বাহবা দিতে লাগলেন। আলাপের এক ফাঁকে মেয়েটি তার শিশুসুলভ আচরণবশত নবিজির মোহরে নবুওয়াতে হাত রেখে খেলতে আরম্ভ করল। এটা দেখে খালিদ তার কন্যাকে ধমকাতে লাগলেন।

নবিজি খালিদকে (রা.) বললেন—আহা! ওকে খেলতে দাও, ও তো ওর কাজ করবেই। একদিন নবিজি তার আদরের দুই দৌহিত্র হাসান-হুসাইনকে (রা.) নিয়ে খেলা করছিলেন। এমনি সময় সাহাবি আফসা (রা.) এসে দেখলেন নবিজি তাদের গালে চুমু খাচ্ছেন। তখন তিনি বিস্ময় প্রকাশ করে বললেন, ইয়া রসুলুল্লাহ—আপনি আপনার নাতিদের নিয়ে এমন করছেন! অথচ আমাদের দশটি সন্তান রয়েছে, কিন্তু তাদের কাউকে আমি কোনো দিন একটি চুমুও দেইনি! এ কথা শুনে নবিজি বললেন—আল্লাহ কি তোমার অন্তর থেকে মমতা উঠিয়ে নিয়েছেন? তাদের আদর স্নেহ দেয়া তো অপরাধ নয়!

শিশুদের জন্য নবি (স:) খুবই স্বাভাবিক ছিলেন। তার কোমল হাতের ছোঁয়ায় প্রতিটি শিশুর হূদয় শীতল হয়ে যেত। নবিজির সঙ্গে যে কোনো শিশু সহজে মিশতে পারত। তিনি শিশুদের কখনো ভুলে থাকতে পারতেন না। কোনো সফর থেকে ফিরে শিশুদের নিজের বাহনের সামনে-পেছনে আরোহণ করাতেন।

হযরত যাবের ইব্ন সামুরা (রা.) বলেন, একবার জোহরের নামাজ শেষে নবিজি ঘরে ফিরছিলেন, এমন সময় একদল শিশু তার কাছে ছুটে এলে তিনি সবাইকে তাদের গণ্ডদ্বয় ধরে আদর করলেন। স্নেহভরে আমার গণ্ডদ্বয়ও স্পর্শ করলেন। তার হাত এত সুশীতল ও সুগন্ধময় ছিল, যেন তা এখনই কোনো আতরের কৌটা থেকে বের করে আনা হয়েছে।

রসুলুল্লাহ (স:) শিশুদের এতই ভালোবাসতেন যে, তাদের ছাড়া তিনি মৌসুমের নতুন ফল খেতেন না। আবু হুরায়রা (রা.) বলেন—‘কেউ নবিজির কাছে উপঢৌকনস্বরূপ মৌসুমের নতুন ফল নিয়ে এলে তিনি বরকতের দোয়া করতেন, এর পর তা উপস্থিত সর্বকনিষ্ঠ শিশুর হাতে তুলে দিতেন।’

লেখক : বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ধর্মীয় উপস্থাপক ও আলোচক

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
তালাক

তালাক পরবর্তী মীমাংসায় ইসলামের নির্দেশনা

December 6, 2025
মূলনীতি

কোরআন ও সুন্নাহর মতে সফল মুমিনের তিন মূলনীতি

December 2, 2025
ভালোবাসা

কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর ভালোবাসা লাভের ১০ আমল

December 1, 2025
Latest News
তালাক

তালাক পরবর্তী মীমাংসায় ইসলামের নির্দেশনা

মূলনীতি

কোরআন ও সুন্নাহর মতে সফল মুমিনের তিন মূলনীতি

ভালোবাসা

কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর ভালোবাসা লাভের ১০ আমল

রিজিক

হাদিসের আলোকে রিজিক বৃদ্ধি

আল্লাহর প্রথম সৃষ্টি

আল্লাহর প্রথম সৃষ্টি কী—আলেমদের মতামত ও কোরআন-হাদিসের দলিল

পরকাল

কোরআনের আলোকে পরকাল ও কিয়ামতের ৩ মৌলিক স্তম্ভের ব্যাখ্যা

খরচ

যেসব খরচ মানুষের রিজিকে বরকতের দরজা খুলে দেয়

জুমার নামাজ

রজব ও জুমার দিনের ফজিলত: কোরআন-হাদিসে বিশেষ গুরুত্ব

ভূমিকম্পে দোয়া

ভূমিকম্প হলে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী

ঈমান

ঈমান ও ইসলামের সম্পর্ক

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.