দুবাইয়ে বসবাসরত ৬ বছর বয়সী শিশুশিল্পী শিবাঙ্ক ভারণ সঙ্গীতজগতে অবিশ্বাস্য কীর্তি গড়েছে। মাত্র এক মিনিটে ১৬ জন ক্লাসিক্যাল সুরকারের সুর শনাক্ত করে সে জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

শিবাঙ্কের সঙ্গীতযাত্রা শুরু মাত্র তিন বছর বয়সে। কার্টুন দেখার সময়ও তার মন যেত চরিত্রের চেয়ে পটভূমির সুরের দিকে। সে তৎক্ষণাৎ চিনে ফেলত — এটি বিথোভেন, মোৎসার্ট, বাখ না ভিভালদির সুর।
তার মা ইয়ালনি বলেন, ‘সঙ্গীত শিবাঙ্কের কাছে কেবল শব্দ নয়, এটি তার জন্য দুনিয়াকে বোঝার একটি ভাষা’। তিনি জানান, রেস্তোরাঁয় বা যেকোনো জায়গায় বাজতে থাকা সুর শুনেই শিবাঙ্ক বলে দিতে পারে কে সেই সুরকার।
এখন পর্যন্ত শিবাঙ্ক ৬৫টিরও বেশি ক্লাসিক্যাল কম্পোজিশন কেবল শুনেই শনাক্ত করতে পারে—এর মধ্যে রয়েছে চোপিন, ডেবুসি, বিথোভেন, মোৎসার্টসহ বিশ্ববিখ্যাত সুরকারদের সৃষ্টিসমূহ।
জায়েদ খানের নাচ দেখে জয় বললেন, ‘একটা মানুষ কিভাবে এত সুখী হয়?’
গিনেস রেকর্ড গড়ার প্রস্তুতি প্রথমে ছিল এক মজার চ্যালেঞ্জ, কিন্তু দ্রুতই পরিবার বুঝতে পারে, শিশুটির এই প্রতিভা একেবারেই অসাধারণ। নিয়মিত অনুশীলনের মাধ্যমে সে সুর চিনে নেওয়ার গতি বাড়ায় এবং ১৪ সেপ্টেম্বর, শিক্ষকদের ও সাক্ষীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি স্থাপন করে। সূত্র : জে এন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



