উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা বার্ন ইউনিটে নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত শিশুটির অভিভাবকের খোঁজ মেলেনি বলে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
শিশুটির একটি আইডি কার্ডের ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। পোড়া আইডি কার্ড অনুযায়ী, শিশুটির নাম মো. জুনায়েত হাসান। সে তৃতীয় শ্রেণির বাংলা মিডিয়ামের শিক্ষার্থী।
মেখোলা মার্জোয়া হোমায়রা নামে একজন চিকিৎসক আইডি কার্ডের ছবিটি পোস্ট করে লিখেছেন, আল্লাহ!!!! কত অবিভাবক সন্তান খুঁজে পাচ্ছে না!! কত বাচ্চা অবিভাবক খুঁজে পাচ্ছে না!!! আল্লাহ সহায় হোন। মাসুম বাচ্চাগুলোকে রক্ষা করুন।
এই পেশেন্টকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন: ০১৮১১৬৯৬০৩৩।
শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
তার মতো আরও অনেকেই একই ধরনের পোস্ট দিয়েছেন।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।