সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে শিশু শ্রমিক দিয়ে মাটি ভরাটের কাজ করানো হচ্ছে। স্বল্প মজুরিতে এসব শিশু শ্রমিক দিয়ে কাজ করাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের শ্রমিক সরবরাহকারী ঠিকাদার।
জানা যায়, মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় নির্মাণাধীন সরকারি ঘরে চুক্তিভিত্তিক মাটি ভরাটের কাজ করছে স্থানীয় কয়েকজন শিশু। অধিক মুনাফার আশায় ১১ থেকে ১২ বছরের এসব শিশু শ্রমিক দিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘরের মাটি ভরাটের জন্য ১৩০০ টাকা চুক্তিতে কাজ করাচ্ছে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার।
শিশু শ্রমিক বাদল ও সোহেল বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরের মাটি ভরাটের কাজ ১৩০০ টাকা চুক্তিতে করছি। এর আগেও আমরা আরো ৫/৬ টা ঘরের মাটি ভরাটের কাজ করেছি। এখনো আমাদের আগের কাজের কিছু মজুরি বাকি আছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসুদেবপুর আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। এর মধ্যে কিছু ঘরে লোকজন বসবাস করতে শুরু করেছে। বর্তমানে ২টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রখর রোদের মধ্যে নির্মাণাধীন ঘর দুইটির মাটি ভরাট করছে কয়েকজন শিশু শ্রমিক।
শ্রমিক সরবরাহকারী ঠিকাদার সাহেব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাদলের বাবা মারা যাওয়ার কারণে তার মা কাজ করানোর জন্য আমার কাছে দিয়ে গেছে। তবে শুনেছি সেখানে বাদল ছাড়াও কয়েকজন শিশু কাজ করছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, শিশু শ্রমিক দিয়ে কাজ করানো যাবে না। যদি শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হয় তাহলে শ্রমিক সরবরাকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।