স্পোর্টস ডেস্ক : প্রস্তুতি ম্যাচের পরাজয়ে মনোবলে আঘাত লাগলেও উইন্ডিজকে উড়িয়ে বাংলাদেশ দল ত্রিদেশীয় সিরিজ শুরু করেছেন রাজকীয়ভাবে। একসময় বাংলাদেশ দলের সাথে কাজ করলেও এখন তিনি ‘সাবেক’। তবুও গুরু তো আর কখনো সাবেক হন না, তেমনি সাবেক হন না শিষ্যরাও! গুরুর ভূমিকায় অবতীর্ণ হয়ে জাতীয় দলের সাবেক কোচ ইয়ান পন্ট তাই শুভেচ্ছা বার্তা দিয়েছেন সাকিব-তামিমদের উদ্দেশে।
ইংলিশ এই কোচ বাংলাদেশ দলের উইন্ডিজ-বধের পর জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়েছেন, যেখানে সাকিব আল হাসান ও তামিম ইকবালের সাথে নিজের একটি ছবিও সংযুক্ত করেন তিনি।
ঐ পোস্টে বাংলাদেশ দলকে শুভকামনা জানানোর পাশাপাশি উল্লেখ করেন সাকিব ও তামিমের টুইটার অ্যাকাউন্টও।
Massive congratulations to @BCBtigers win over West Indies today! #BANvWI just proving the Tigers can roar outside of Bangladesh, too. Brilliant from both @TamimOfficial28. & @Sah75official. today yet again and Soumya. ??? pic.twitter.com/5bb5MvqVYz
— Ian Pont (@Ponty100mph) May 7, 2019
পন্ট বলেন- ‘আজ উইন্ডিজের বিপক্ষে এই জয়ের জন্য বাংলাদেশ দলকে অনেক অভিনন্দন! এই ম্যাচ প্রমাণ করেছে বাংলাদেশ দল এখন দেশের বাইরেও গর্জন করতে পারে। তামিম ও সাকিব দুজনের কাছ থেকেই
ইয়ান পন্ট অতীতে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়াও বিপিএলের সাবেক দল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচের ভূমিকায়ও ছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।