মাইক্রোসফটের নির্মাণ করা প্রোডাক্ট সব সময় মার্কেটে জনপ্রিয়তা পেয়েছে। সামনে মাইক্রোসফটের বড় লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে সারফেস স্টুডিও ৩ সহ নতুন ডিজাইনের ল্যাপটপ বাজারে উন্মোচন করার ঘোষণা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তিপ্রেমীরা মুখিয়ে আছে এই লঞ্চ ইভেন্ট এ মাইক্রোসফটের নতুন হার্ডওয়ার এবং তাদের স্পেসিফিকেশন সম্পর্কে জানতে। মাইক্রোসফট তার আগের সারফেস ডিভাইস রিপ্লেসমেন্ট করে নতুন প্রোডাক্ট বাজার নিয়ে আসবে।
ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী মাইক্রোসফট বেশ বড় ধরনের লঞ্চ ইভেন্ট এর আয়োজন করতে যাচ্ছে। মাইক্রোসফটের সিনিয়র অফিসার জ্যাক বাউডেন জানান সারফেসের নতুন ল্যাপটপ শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে।
পাশাপাশি মাইক্রোসফট সারফেস ব্র্যান্ডের নতুন স্টুডিও ডিভাইস বাজারে রিলিজ করবে বলে জানা গেছে। সারফেস ব্র্যান্ডের নতুন কি-বোর্ড, নতুন মাউস এবং পেন বাজার আসবে। তাদের কি-বোর্ড, মাউস এবং পেনের ডিজাইন আরো আকর্ষণীয় হবে।
তবে সারফেস স্টুডিও ৩ এ কী ধরনের ডিভাইস থাকবে এবং সেখানে কী ধরনের স্পেসিফিকেশন থাকবে সেটা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। এর আগে সারফেস স্টুডিও ২ ডিভাইসে ইন্টেল এর শক্তিশালী কেবিলেকের প্রসেসর ব্যবহার করা হয়েছিল।
মাইক্রোসফট তাদের সারফেস ব্র্যান্ডের ল্যাপটপে বরাবরই শক্তিশালী গ্রাফিক্স কার্ড ব্যবহার করে থাকে। সারফেস সিরিজের দশম বার্ষিকী উপলক্ষে মাইক্রোসফট কোন বিশেষ পণ্য বাজারে আনবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়।
মাইক্রোসফট তাদের Surface Pro 9 5G ডিভাইসে নিজস্ব চিপসেট ব্যবহার করবে। সারফেস সিরিজের ল্যাপটপে ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সাইজের ডিসপ্লে দেওয়া থাকবে। মাইক্রোসফটের ল্যাপটপ বেশ টেকসই এবং সন্তোষজনক পারফরম্যান্সের জন্য তাদের জনপ্রিয়তা অনেক বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।