শীঘ্রই গুগল সার্চে তথ্য অনুসন্ধান বড় পরিবর্তন!

Big changes in Google search

২০২৫ সালে গুগল সার্চে তথ্য অনুসন্ধান পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। নিউইয়র্ক টাইমসের ডিলবুক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এমন জটিল প্রশ্নের সমাধান করতে পারব, যা এর আগে কখনো সম্ভব হয়নি। ২০২৫ সালের শুরুতেই গুগল সার্চের নতুন সক্ষমতা দেখে সবাই চমকে যাবেন।’

Big changes in Google search

ডিলবুক সামিটে পিচাই মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার এক মন্তব্যের প্রতিক্রিয়াও জানান। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে গুগলের ‘স্বয়ংক্রিয়ভাবেই বিজয়ী’ হওয়ার কথা ছিল—নাদেলার এমন বক্তব্যের জবাবে পিচাই বলেন, ‘আমি মাইক্রোসফটের মডেল আর আমাদের মডেলের তুলনা করতে চাই। মাইক্রোসফট অন্য প্রতিষ্ঠানের মডেল ব্যবহার করছে।’ তিনি ওপেনএআইয়ের সঙ্গে মাইক্রোসফটের অংশীদারত্বের দিকে ইঙ্গিত করেন।

পিচাই বলেন, ‘আমরা এখন বড় ধরনের পরিবর্তনের একেবারে সূচনা পর্যায়ে আছি। সামনে অসংখ্য উদ্ভাবনের সুযোগ রয়েছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে এ ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করব।’

গুগল এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সার্চ সেবায় বড় ধরনের পরিবর্তন এনেছে। এর মধ্যে এআইভিত্তিক সার্চ সারাংশ ও ভিডিও ব্যবহার করে ওয়েবে সার্চ করার সুবিধা যুক্ত হয়েছে। এ ছাড়া জেমিনি মডেলের বড় হালনাগাদ আনার কাজও চলছে, যার মাধ্যমে মাইক্রোসফট, ওপেনএআই ও পারপ্লেক্সিটির মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকার পরিকল্পনা করছে গুগল।