চায়নার জনপ্রিয় সামাজিক মাধ্যম উইবোতে সনি এক্সপেরিয়া এর নতুন স্মার্টফোন সম্পর্কে রিপোর্ট ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে সনি খুব শীঘ্রই এক্সপেরিয়া লাইনের একটি কম্প্যাক্ট স্মার্টফোন মার্কেটে রিলিজ করতে যাচ্ছে।
তবে সনি নতুন কম্প্যাক্ট স্মার্টফোনটি উৎপাদন করা শুরু করেছে কিনা এবং কবে বাজারে আসবে এ নিয়ে কোন কিছু কনফার্ম করা হয়নি। সর্বশেষ সনি সেপ্টেম্বরের বাইশ তারিখে Xperia 5 IV স্মার্টফোনটি মার্কেটে উন্মোচন করেছিল।
সর্বশেষ বের করা ওই স্মার্টফোনটি আকারে বেশি ছোট ছিল। এটির ডিসপ্লের সাইজ ছিল 6.1 ইঞ্চি। ধারণা করা হচ্ছে সনি আরও কম্প্যাক্ট স্মার্টফোন বাজারে ছাড়তে আগ্রহী।
সনির নতুন স্মার্টফোনের ডিসপ্লের সাইজ হতে পারে ৫.৫ ইঞ্চি। স্বল্প ও মাঝারি বাজেটের ক্রেতাদের টার্গেট করেই এ হ্যান্ডসেট মার্কেটে রিলিজ করা হবে। তবে এ ফোনের স্পেসিফিকেশন কী হবে তা এখনো বিস্তারিত জানা যায়নি।
আমার ধারণা করা হচ্ছে নতুন মোবাইলটি Sony Xperia Ace III মডেলের পরবর্তী ভার্সন হতে পারে। ওই স্মার্টফোনটি শুধু জাপানে রিলিজ করা হয়েছিল। তবে জাপানের বাইরে একই মানের আরেকটি স্মার্টফোন বের করার জন্য হয়তো সনি নতুন প্রজেক্ট হাতে নিয়েছে।
নতুন স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর প্রসেসর ব্যবহৃত হতে পারে। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকবে। ৪৫ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে।
সনির নতুন ডিভাইসের ডিসপ্লের রেজুলেশন হবে ২৫২০ গুণ ১০৮০ পিক্সেল। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার এর অপশন থাকবে। তবে এর আগে Sony Xperia Ace III স্মার্টফোনে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে ছিল।
ওই স্মার্টফোনের রেজুলেশন ছিল ১৪৯৬ গুন ৭২০ পিক্সেল। কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 প্রসেসর ও ৪৫০০ মেগাহার্জের ব্যাটারি ইন্সটল করা হয়েছিল। পাশাপাশি ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টার্নাল স্টেটাজ ছিল।
সনির নতুন কম্প্যাক্ট স্মার্টফোনটি ২০২৩ এ রিলিজ করা হবে। ধারণা করা হচ্ছে নতুন মডেলের স্মার্টফোনটার দাম হবে ২০ হাজার রুপি ও ২৮ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।