বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টেকনো তাদের ফ্লিপ এবং ফোল্ড স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। এই ফ্লিপ এবং ফোল্ড ফোন হিসেবে Tecno Phantom V2 Fold এবং Tecno Phantom V2 Flip 5G স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই, ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে Tecno Phantom V2 Fold স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনের সম্পূর্ণ ডিটেইলস।
Tecno Phantom V2 Fold এর ব্লুটুথ এসআইজি লিস্টিং
ব্লুটুথ এসআইজি প্ল্যাটফর্মে টেকনো নতুন ফোল্ড স্মার্টফোনটি AE10 মডেল নাম্বার সহ দেখা গেছে।
নীচে দেওয়া ছবি অনুযায়ী আপকামিং ফোনের Tecno Phantom V2 Fold 5G নাম দেখা গেছে।
ব্লুটুথ এসআইজি লিস্টিং অনুযায়ী Phantom V2 Fold 5G স্মার্টফোনে ব্লুটুথ 5.3 এবং এর সফটওয়্যার ভার্সন AE10-HB33A-U-BASED-240220V1240 হবে।
লিস্টিঙের মাধ্যমে আপকামিং Tecno Phantom V2 Fold 5G স্মার্টফোন সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি, কিন্তু এই আপকামিং ফোনটি আগের মডেল Phantom V Fold এর থেকে আরও ভালো হবে বলে আশা করা হচ্ছে।
TECNO PHANTOM V Fold এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: আগের মডেল TECNO PHANTOM V Fold 5G গত বছর লঞ্চ করেছিল। এই ফোনে 6.42 ইঞ্চির কভার LTPO এমোলেড ডিসপ্লে, ফুল HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছিল। তবে ফোল্ডিং 7.65 ইঞ্চির LTPO এমোলেড ডিসপ্লে সহ 2K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 9000+ প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরা: TECNO PHANTOM V Fold স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP প্রোট্রেট টেলিফটো ক্যামেরা এবং 13MP আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে। ডিসপ্লেতে 32MP ক্যামেরা এবং ফোল্ডিং ডিসপ্লেতে16MP ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5,000mAh ব্যাটারি রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।