বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন অনন্যা, শানায়া ও শাহরুখ কণ্যা সুহানা?

অনন্যা-শানায়া-সুহানা

Fabulous Lives of Bollywood Wives হচ্ছে ভারতের জনপ্রিয় একটি টিভি সিরিজ। নেটফ্লিক্স এ সিজন ১ এর পর সিজন ২ এর এপিসোড প্রচারিত হচ্ছে যেখানে অনন্য, শানায়া ও সুহানার অভিনয় ও ডায়ালগ ভক্তদের মুগ্ধ করেছে।

অনন্যা-শানায়া-সুহানা

এপিসোডের এক পর্যায়ে শানায়া জানতে চান তার ও অনন্যার মধ্যে কে আগে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। পরবর্তী সময়ে শানায়া নিজের মতামত জানান। তিনি মনে করেন অনন্যা সবার আগে বিয়ে করবে।

অনন্যা এ কথা শুনে চমকে যাননি। বরং তিনি সহমত পোষণ করেন। সে জানায় যে আমি অপেক্ষা করছে কখন বিবাহের দিনটি সামনে হাজির হবে।

শানায়া মনে করেন তিনিই সবার শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। অনন্যার পর সুহানা খান এর বিয়ে হয়ে যাবে। শানায়া ভারতের প্রথাগত পদ্ধতি মেনেই বিয়ে সেড়ে ফেলতে চান।

অনন্যা ইচ্ছাপ্রকাশ করেন যে তাদের ৩ জনের বিয়ে একই দিনে হলেই ভালো হত৷ শশাঙ্ক খাইতানের বেডহাদক মুভিতে শানায়ার অভিনয়ের সূচনা ঘটতে যাচ্ছে। অন্যদিকে অনন্যা পুরি জগ্বনাথের লাইজার মুভিতে সর্বশেষ অভিনয় করেছিল। আর সুহানার প্রথম অভিনয় করা সিনেমা হবে দ্য আর্কিস।

শাহরুখ কণ্যা সুহানা খান নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের কমতি নেই। সবাই চাইছে তিনি বলিউড বাদশাহ এর যোগ্য কণ্যা হতে পারবেন ও ভারতের ফিল্ম ইন্ড্রাস্টিতে তার অসমাণ্য অবদান থাকবে।

২৩ বছর বয়সী অনন্যা পান্ডে ভালোভাবেই তার ক্যারিয়ার শুর করেছেন। অলরেডি Best Female Debut এর পুরস্কারও অর্জন করেছেন।