বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো সম্প্রতি তাদের হম মার্কেট চীনে কোম্পানির X Fold 3 সিরিজ পেশ করেছে। এই সিরিজে Vivo X Fold 3 এবং Vivo X Fold 3 Pro ফোনগুলি লঞ্চ করা হয়েছে। এবার খবর পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি ভারতেও এই সিরিজের ফোন লঞ্চ করা হবে। আমাদের পাওয়া খবর অনুযায়ী খুব তাড়াতাড়ি এই সিরিজের ভানিলা মডেল অর্থাৎ Vivo X Fold 3 ফোনটি পেশ করা হবে। এই ফোনটি সবচেয়ে পাতলা ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশনসহ চীনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে লিক এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হলো।
ভারতে আসছে Vivo X Fold 3
- বিশেষ সরস থেকে আমরা Vivo X Fold 3 ফোনটি সম্পর্কে তথ্য জানতে পেরেছি। এই ফোনটি আগামী কিছু দিনের মধ্যেই ভারতে লঞ্চ করা হবে বলে জানা গেছে।
- এই ফোনটি ভারতের বাজারে সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন হতে পারে বলে জানা গেছে। তবে লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি।
- জানিয়ে রাখি গতকাল চীনে Vivo X Fold 3 ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অত্যন্ত পাতলা। এই সুন্দর ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশনের সঙ্গেই ফোনটি অন্যান্য মার্কেটে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Vivo X Fold 3 ফোনের ডিজাইন (লিক)
Vivo X Fold 3 সিরিজের ব্যাক প্যানেলে কোম্পানি একটি বড় গোলাকার ক্যামেরা মডিউল যোগ করেছে। সিরিজের ভানিলা মডেল Vivo X Fold 3 এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন। ফোল্ড করার প্র এই ফোনের থিকনেস মাত্র 4.65 মিমি। এই ফোনটি iPhone 15 Pro Max এর চেয়েও হাল্কা এবং এর ওজন মাত্র 219 গ্রাম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সিরিজে কার্বন ফাইবার দিয়ে তৈরি অত্যন্ত মজবুত এবং লাইট ওয়েট হিঞ্জ রয়েছে। এই ফোল্ডেবল ফোনটি প্রথম সুইস এসজিএস ফাইভ স্টার ড্রপ রেজিস্টেন্স সার্টিফিকেশন পেয়েছে। এই ফোনটি ব্ল্যাক এবং হোয়াইট কালারে পেশ করা হয়েছে।
Vivo X Fold 3 ফোনের স্পেসিফিকেশন (চীন)
- ডিসপ্লে: Vivo X Fold 3 ফোনে OLED ডিসপ্লে রয়েছে। ফোনে 2,480 x 2,200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির এক্সটারনাল স্ক্রিন রয়েছে। একইভাবে ফোনে 2,748 x 1,172 পিক্সেল রেজোলিউশন সহ 8.03 ইঞ্চির ইন্টারনাল স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 4,500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। Vivo X Fold 3 ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
- প্রসেসর: Vivo X Fold 3 ফোনটি Snapdragon 8 Gen 2 চিপসেতে রান করে।
- স্টোরেজ: Vivo X Fold 3 ফোনটি চারটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। এবং এই ফোনের টপ মডেলে 16GB LPDDR5 পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ যোগ করা হয়েছে।
- ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50MP OV50H প্রাইমারি এবং 50MP আলট্রা ওয়াইড আঙ্গেল এবং 50MP পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে। এছাড়া সেলফির জন্য সিরিজের এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: Vivo X Fold 3 ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।