স্পোর্টস ডেস্ক: শীতকালীন অলিম্পিককে সামনে রেখে বেইজিং শহরে নতুন করে কোভিড-১৯ আইন কঠোর করা হয়েছে। চাইনিজ রাজধানীতে প্রবেশ করা সকলকেই করোন নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে, একইসাথে কিছুদিনের জন্য ঘরোয়া ফ্লাইটগুলোর চলাচলও সীমিত করা হয়েছে।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই গেমসের আগে আর ১০০ দিনও বাকি নেই। তার আগে এক মাসের জন্য সীমান্তগুলোতে কঠোর বিধিনিষেধ পালনের সিদ্ধান্ত হয়েছে। গেমসের আগে কোভিড আক্রান্তের কেস শুন্যের কোটায় নামিয়ে আনতে চায় চায়না।
এজন্য চায়নায় আগত সব পর্যটককে অন্তত ৪৮ ঘন্টা আগে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।। এছাড়া চায়নায় যেসব এলাকায় করোনা পরিস্থিতি ঝুঁকির মধ্যে রয়েছে সেখানকার ফ্লাইটগুলো বাতিল কিংবা সীমিত করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে বেইজিং শহরের মুখপাত্র জু হেইজান বলেছেন, ‘রাজধানী হিসেবে বেইজিং এর সাথে প্রাদেশিক ও আন্তর্জাতিক সম্পর্ক সকলেরই অনেক বেশী জোড়ালো। কিন্তু আমরা যেভাবেই হোক ভাইরাসকে নতুনভাবে বেইজিংয়ে দেখতে চাইনা। যেকোন মূল্যেই আমাদেরকে এর মোকাবেলা করতে হবে।’
নতুন বিধিনিষেধ অনুযায়ী শহরে প্রবেশকারী প্রত্যেকেই তিনদিনের মধ্যে আবারো কোভিড পরীক্ষা করাতে হবে। অন্যান্য অনেক দেশের তুলনায় বর্তমানে চায়নার কোভিড আক্রান্তের সংখ্যা নি¤œমূখী। প্রতিদিন সেখানে গড়ে আটজন আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। শীতকালীন গেমস সামনে রেখে স্থানীয় আয়োজকরা কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেনা। আগামী ৪-১২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় অলিম্পিকে কোন বিদেশী দর্শক প্রবেশের অনুমতি নেই। অংশগ্রহনকারী ২৯০০ জন এ্যাথলেটকেই পূর্নাঙ্গ ভ্যাকসিন নেয়া থাকতে হবে। না হলে অন্তত ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রতিদিন তাদের কোভিড পরীক্ষা করা হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।