স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমের শুরুতে মাউরো ইকার্দিকে ধারে আনার পর প্যারিস সেইন্ট জার্মেইয়ের কাছে যেন অবহেলার পাত্র হয়ে পড়েছেন এডিনসন কাভানি।
মৌসুম শেষে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের সাথে চুক্তি শেষ তার। কিন্তু নতুন কোন চুক্তির কথাবার্তা চলছে না এখনও। এদিকে কাভানির বাবা নিজেও জানিয়েছিলেন, নতুন ঠিকানা খুঁজবেন ছেলে।
Advertisement
অন্যদিকে, স্কাই ইতালিয়া সাংবাদিক জিয়ানলুকা ডি মার্জিও জানিয়েছেন, ডিয়েগো সিমিওনের দলের সাথে তিন বছরের চুক্তি সই করেছেন কাভানি।
ডি মার্জিও জানিয়েছেন, আগামী গ্রীষ্মে পিএসজির সাথে চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও এই শীতকালীন দলবদলেই অ্যাটলেটিকোতে যোগ দিতে পারেন কাভানি।
প্রসঙ্গত, ২০১৩ সালে পিএসজিতে যোগ দেওয়া কাভানি এখন পর্যন্ত ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে খেলেছেন ২৯০ ম্যাচ। তাতে গোল করেছেন ১৯৬টি। পিএসজিতে ৮ বছরে শিরোপা জিতেছেন ১৮টি। আর লিগ জিতেছেন ৫বার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।