শীতবস্ত্র পেল দেড় হাজার বন্দি

জুমবাংলা ডেস্ক : ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক দেড় হাজার দরিদ্র, অসহায় ও দুস্থ বন্দিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কারা কর্তৃপক্ষ।

শনিবার (২৩ ডিসেম্বর) নিজস্ব ব্যবস্থাপনায় বস্ত্রগুলো সংগ্রহ করে বন্দিদের মাঝে বিতরণ করে কারা কর্তৃপক্ষ।

এ সময় বন্দিরা সরকার ও কারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শীতবস্ত্র বিতরণকালে সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ, জেলার মাহবুবুল ইসলামসহ সকল ডেপুটি জেলার, সর্বপ্রধান কারারক্ষীরা ও অন্যান্য কারা কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, যারা শীতবস্ত্র সংগ্রহ করতে পারেননি, তাদের চলমান শীত মৌসুমে শীতের প্রকোপ হতে রক্ষা করার সোয়েটার, হুডি ও জ্যাকেট প্রদান করা হয়েছে। শীতবস্ত্র পেয়ে বন্দিরা খুবই খুশি ও আনন্দিত হয়েছে।

আকর্ষণীয় বেতনে ১০ হাজার কর্মী নেবে মালদ্বীপ