শীতবস্ত্র বিতরণ করে নৌকায় ভোট চাইলেন মাহি
বিনোদন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় লি ঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে ভোট চেয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে নাচোল পৌরসভার কল্যাননগর গ্রীনল্যান্ড পার্ক সংলগ্ন আম বাগানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
মাহির শ্বশুরের নামে গঠিত আলহাজ সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের সদর, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলার দুই শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে মাহি এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় মাহি বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষ সমাজে অবহেলিত ছিল। এতদিন তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জীবনমান ও সামাজিক মর্যাদা রক্ষায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার দিয়েছেন। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
উপস্থিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উদ্দেশ্যে মাহি আরও বলেন, আপনাদের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছুই করেছেন। যা আপনারা অবগত রয়েছেন। তাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তার প্রতীক নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আবারও আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আগামীতে নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি আপনাদের জন্য কাজ করতে চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মাহির স্বামী এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য রাকিব সরকারসহ নাচোল উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।