বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিয়মিত মডেলিংও কাজ করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সক্রিয় রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। সেখানে বিভিন্ন সময়ে নানান লুকে ধরা দিয়ে নেটিজেনদের নজর কাড়েন তিনি। এবার শীতের সকালে নেটদুনিয়ায় মুগ্ধতা ছড়ালেন মিম।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মিম। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা, সুন্দর একটি দিনের প্রস্ততি।’
ওই ছবিগুলোতে দেখা যায়, একটি ব্রাউন-ব্ল্যাক স্ট্রাইপের টপস পরেছেন অভিনেত্রী। ওপরের ব্রাউন কালারের ওপেন সোয়েটারটিও রেখেছেন খোলামেলা। কানে জবা ফুল, ঠোঁটে লাল লিপস্টিক, হালকা মেকআপে হাস্যোজ্জ্বল মুখে পোজ দিয়েছেন ক্যামেরায়। শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় জ্বল জ্বল করে ওঠে নায়িকার মসৃণ ত্বক।
মিমের ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার ভক্ত-অনুরাগীরা। বিশেষ করে তার সৌন্দর্যের প্রশংসা করেন নেটিজেনদের অধিকাংশ। এ ছাড়াও শীতের সকালে মিমের এমন খোলামেলা রূপে অনেকে চমকেও যান।
প্রসঙ্গত, ২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন মিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।