সারা দেশে গত ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমেছে। রাজধানীর ঢাকাতেও গত শনিবারের তুলনায় আজ রবিবারের (১৮ জানুয়ারি) আবহাওয়া কিছুটা শীতল অনুভূত হচ্ছে। তবে তাপমাত্রা কমলেও বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালও এই এলাকাতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত কোনো নির্দিষ্ট অঞ্চলের তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তবে বর্তমানে কেবল একটি বিচ্ছিন্ন স্থানে এমন তাপমাত্রা থাকায় সেটিকে পূর্ণাঙ্গ শৈত্যপ্রবাহ হিসেবে চিহ্নিত করছে না আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, গত শুক্রবার দেশের তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও বর্তমানে কুয়াশার প্রভাব অনেকটা কম। আগামী দুদিন তাপমাত্রা বর্তমান অবস্থাতেই স্থিতিশীল থাকতে পারে। তবে আগামী শুক্রবার থেকে শীতের দাপট পুনরায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
এদিকে রাজধানীর তাপমাত্রার চিত্রেও পরিবর্তন এসেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ তা কমে ১৫.৫ ডিগ্রিতে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহজুড়ে শীতের এই ওঠানামা অব্যাহত থাকতে পারে এবং দু-একদিন পর থেকে উত্তর পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ আরও স্পষ্ট হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


