স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ফুটবল খেলেও হেরে গেল লেস্টার সিটি। ঘরের মাঠে ম্যানসিটির কাছে হামজা চৌধুরীদের হার ২-০ গোলের। অন্যম্যাচে ওয়েস্ট হ্যামকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বছর শেষে শীর্ষস্থানটা আরো মজবুত করে রাখলো মোহামেদ সালাহর লিভারপুল।
ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে অনেক কাছে গিয়েও কেমন যেন ভাগ্যের দোষে গোলের দেখা পায়নি হামজা চৌধুরীর লেস্টার সিটি। কাউন্টার অ্যাটাকে দুএকবার ম্যান সিটির ডিফেন্স ভাঙলেও কখনো সুযোগ হাতছাড়া আবার কখনো অফসাইড। উল্টো ২১ মিনিটে ডেডলক ভাঙেন ম্যানসিটির উইঙ্গার সাভিনিও।
দ্বিতীয়ার্ধেও একই দশা লেস্টারের। বল দখল, পাসিং সবই ঠিকঠাক, কিন্তু সমতায় ফেরা হচ্ছিল না ভ্যান নিস্টেলরয় শিষ্যদের। ৭০ মিনিটে কোচ মাঠে নামালেন বাংলাদেশের গর্ব হামজা চৌধুরীকে, তবে তাতেও রক্ষা হলো না ফক্সদের। ৪ মিনিট পরই আরো এক গোল স্বাগতিকদের জালে। স্কোরশিটে এবার সিটিজেনদের পুরনো নাম আর্লিং হালান্ড। এরপর একবার দুবার আশার আলো দেখিয়েও গার্দিওলা বাহিনীর কাছে বছরের শেষ ম্যাচে হেরেই গেল লেস্টার। তবে যতক্ষণ মাঠে ছিলেন দারুণ খেলেছেন হামজা।
লেস্টার সিটির বিপক্ষে এই ম্যাচ যখন জেতে ম্যানচেস্টার সিটি তখন পেপ গার্দিওলায়র নামের পাশে নাম লিখিয়েছেন সিটিজেনদের ডাগআউটে নিজের ৫০০তম ম্যাচ। বিশেষ এই মুহূর্তে গার্দিওলা হলেন চাপমুক্ত। দলের পারফরম্যান্সের গ্রাফ দিনকে দিন নিচের পথ যখন ধরছে তখণ হাফছেড়ে বাচা এক জয়। তাতে সমালোচনার তীর যেন খানিকটা সামলালেন গার্দিওলা। তবে এই স্প্যানিয়ার্ড জানিয়ে দিয়েছেন হাল ছাড়ার পাত্র তিনি নিন। সিটিকে পুরনো রূপে ফেরাতে চালিয়ে যাবেন লড়াই। যদিও চলতি মৌসুমে যে আবারো ঘুড়ে দাড়িয়ে শিরোপার লড়াইয়ে দাড়াবেন সেই বিশ্বাসটা হয়তো এখন আর নেই। তাইতো এবারের আসরের ট্রফির পথে তারা নেই বলেই জানিয়ে দিয়েছেন ম্যাচ শেষে। এবার লড়াইটা নিজেদের অক্ষপথে ফেরবার।
অন্যম্যাচে স্বাগতিক ওয়েস্ট হ্যামকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। ৩০ মিনিটে অলরেডদের প্রথম লিড এনে দেন লুইস দিয়াজ। এরপর প্রথমার্ধের শেষ ৫ মিনিটের মধ্যে কোডি গাকপোকে দিয়ে অ্যাসিস্ট করে নিজেও একবার বল জালে জড়ান দুর্দান্ত ফর্মে থাকা মোহামেদ সালাহ।
৫৪ মিনিটে আরনল্ডের দূরপাল্লার শটে ৪-০ গোলের লিড পায় আর্নে স্লট বাহিনী। শেষদিকে সালাহর অ্যাসিস্টে হ্যামারদের কফিনে শেষ পেরেকটি বদলি খেলোয়াড় দিয়োগো জোটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।