স্পোর্টস ডেস্ক: ল্যাজিওর বিপক্ষে রবিবার ২-১ গোলের জয় নিশ্চিত করে সিরি-এ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইন্টার মিলান। অন্য ম্যাচে পিছিয়ে পড়েও ৪-৩ গোলের দারুন এক জয়ে রোমাকে ৪-৩ গোলে পরাজিত করে এগিয়ে গেছে জুভেন্টাস।
সান সিরোতে ৬৭ মিনিটে আলেহান্দ্রো বাস্তোনির ক্রসে স্লোভানিয়ান ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ারের দুর্দান্ত হেডে ইন্টারের জয় নিশ্চিত হয়। এই জয়ে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলেছে ইন্টার। এর আগে রোববার ভেনেজিয়াকে ৩-০ গোলে পরাজিত করে অল্প সময়ের জন্য টেবিলের শীর্ষস্থানে উঠেছিল এসি মিলান। কোভিডের কারনে বৃহস্পতিবার বোলোনিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় সিমোনে ইনজাগির ইন্টারের হাতে একটি ম্যাচ বেশী রয়েছে।
এনিয়ে লিগে টানা অষ্টম জয়ের পর ইনজাগি বলেছেন, ‘আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। কারন আমাদের প্রতিদ্বন্দ্বীরাও সবাই আজ জিতেছে। সে কারনেই পিছনে ফিরে তাকানোর কোন অবকাশ নেই।’
ইনজাগির পুরোনো ক্লাবের বিপক্ষে কাল পুরো ইন্টারই দুর্দান্ত খেলেছে। ৩০ মিনিটে দুর পাল্লার দুর্দান্ত এক শটে ইন্টারকে এগিয়ে দিয়েছিলেন বাস্তোনি। ইন্টারের এই লিড অবশ্য বেশীক্ষন স্থায়ী হয়নি। ৩৫ মিনিটে সিরো ইমোবিলের গোলে সমতা ফেরায় ল্যাজিও। এবারের মৌসুমে ইমোবিলের এটি ১৫তম গোল। দ্বিতীয়ার্ধে ইমোবিলের আরো একটি গোল অফসাইডের কারতে বাতিল হয়ে যায়। নাহলে হয়ত মরিজিও সারির দল ম্যাচে ফিরে আসতে পারতো। স্ক্রিনিয়ারের তৃতীয় লিগ গোলে অবশ্য ল্যাজিও আর পেরে উঠেনি। এনিয়ে মৌসুমে সপ্তম পরাজয়ের স্বাদ পেল ল্যাজিও।
ইন্টারের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে থাকা নাপোলি আন্দ্রে পেটাগনার একমাত্র গোলে সাম্পদোরিয়াকে পরাজিত করে শিরোপা স্বপ্ন এখনো টিকিয়ে রেখেছে। ৪৩ মিনিটে অসাধারণ বাইসাইকেল কিকে নাপোলির হয়ে জয়সূচক গোলটি করেন পেটাগনা। কোভিড ও আফ্রিকান নেশন্স কাপের কারনে কাল বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছিল নাপোলি।
স্তাদিও অলিম্পিকোতে দিনের সবচেয়ে উত্তেজনাকর ম্যাচে মুখোমুখি হয়েছিল রোমা ও জুভেন্টাস। এই পরাজয়ে চতুর্থ স্থানে থাকা আটালান্টার থেকে তিন পয়েন্ট পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে রোমা। কোভিডে বিপর্যস্ত উদিনেসের বিপক্ষে কাল আটালান্টা ৬-২ গোলের বড় জয় নিশ্চিত করে চতুর্থ স্থান মজবুত করেছে।
৫৩ মিনিটে ৩-১ গোলে পিছিয়ে থাকা জুভেন্টাস পরাজয়ের ক্ষন না গুনে ম্যাচে ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছিল। তবে দলের সফল এ্যাটাকার ফেডেরিকো চিয়েসা ৩২ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠত্যাগ করলে তখন থেকেই মূলত জুভেন্টাসের দু:শ্চিন্তা শুরু হয়। ধারনা করা হচ্ছে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েছেন চিয়েসা। এই পরিস্থিতিতে ৭৭ মিনিটের মধ্যে পরপর তিন গোল করে জুভেন্টাসের এগিয়ে যাওয়া ছিল অনেকটাই অকল্পনীয়। ম্যাচ শেষে রোমা কোচ হোসে মরিনহো তার খেলোয়াড়দের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ সম্পর্কে মরিনহো বলেন, ‘৭০ মিনিট পর্যন্ত পুরো ম্যাচের নিয়ন্ত্রন আমাদের হাতে ছিল। কিন্তু তারপর থেকে মানসিক ভাবে আমরা ভেঙ্গে পড়ি। এই পরিস্থিতিতে একটি দলের আত্মবিশ্বাসে চিড় ধরা অসম্ভব। আমাদের ক্ষেত্রে আজ তাই হয়েছে।’
১১ মিনিটে টামি আব্রাহামের গোলে এগিয়ে যায় রোমা। সাত মিনিটের মধ্যে সমতা ফেরান পাওলো দিবালা। ৪৮ মিনিটে হেনরিক মাখিটারিয়ানের গোলে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর লোরেঞ্জো পেলেগ্রিনির গোলে ব্যবধান ৩-১’এ নিয়ে যায় রোমা। ৭০ মিনিটে আলভারো মোরাতার এসিস্টে ম্যানুয়েল লোকাতেল্লি জুভেন্টাসের হয়ে এক গোল পরিশোধ করেন। এরপর আর তুরিনের জায়ান্টদের পিছনে ফিরে তাকাতে হয়নি। দুই মিনিটের মধ্যে ডিয়ান কুলুসেভিস্কি সমতায় ফেরান জুভেন্টাসকে। অফসাইডের ঝুঁকিতে ভিএআর দীর্ঘ অপেক্ষায় রাখার পর শেষ পর্যন্ত জুভেন্টাসকে গোল উপহার দেয়। ৭৭ মিনিটে ডি সিকিলিওর গোলে জুভেন্টাসের দুর্দান্ত জয় নিশ্চিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।