স্পোর্টস ডেস্ক : আইসিসির সর্বশেষ ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাঁহাতি এ অলরাউন্ডার ৪১২ রেটিং পয়েন্ট নিয়ে আছেন সবার ওপরে।
২৯৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন মোহাম্মদ নবী। আর ভারতের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারলেও দুর্দান্ত বোলিংয়ে তিনে উঠে এসেছেন ইংলিশ তারকা বেন স্টোকস।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভালো করার ফল পেলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুন। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে দুইজনেরই উন্নতি ঘটেছে।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র্যাংকিং অনুযায়ী, তামিম এগিয়েছেন তিন ধাপ। ২২তম অবস্থান থেকে উঠে এসেছেন ১৯তম অবস্থানে। উত্থান ঘটেছে মোহাম্মদ মিঠুনেরও। তিনি এগিয়েছেন ১২ ধাপ। ৯৪তম অবস্থান থেকে উঠে এসেছেন ৮২তম অবস্থানে।
তামিম-মিঠুনদের অর্ধশতকের ম্যাচে দারুণ এক শতক হাঁকিয়েছিলেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। ৫ ধাপ এগিয়ে তিনি এখন অবস্থান করছেন ৩০তম স্থানে। বোলারদের মধ্যে ম্যাট হেনরি ৩ ধাপ এগিয়ে অষ্টম এবং মিচেল স্যান্টনার ৮ ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন।
ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ দশে উত্থান ঘটেছে বাবর আজম (১ ধাপ এগিয়ে দ্বিতীয়) ও জনি বেয়ারস্টোর (৪ ধাপ এগিয়ে সপ্তম)। বোলারদের মধ্যে শীর্ষ দশে উত্থান ঘটেছে ম্যাট হেনরির (৩ ধাপ এগিয়ে অষ্টম)। মেহেদী হাসান মিরাজ এখনো চতুর্থ স্থানে অবস্থান করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।