স্পোর্টস ডেস্ক: করিম বেনজেমার জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো সংহত করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার ২-১ গোলের ওই জয়ে আট পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থানে থেকেই শীতকালিন বিরতিতে যাচ্ছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
এদিকে নগর প্রতিদ্বন্দ্বি অ্যাটলেটিকো মাদ্রিদ ফের পরাজিত হয়েছে গ্রানাডায় গিয়ে। এই নিয়ে টানা চতুর্থ পরাজয় বরণ করলে দিয়েগো সিমিওনের শিষ্যরা। এই হারে অ্যাটলেটিকো তালিকার পঞ্চম স্থানে থেকে গেলেও শীর্ষদের সঙ্গে তাদের ১৭ পয়েন্টের ব্যবধান রচিত হয়েছে।
শুরুর কয়েক মিনিটের মধ্যেই অবশ্য রিয়ালকে স্বাগতিক বিলবাওয়ের নাগালের বাইরে পৌঁছে দেন করিম বেনজেমা। দ্রুততার সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়ে একটি গোল পরিশোধ করেছে বিলবাও। ম্যাচের ৪ ও ৭ মিনিটে গোল করে রিয়ালমাদ্রিদকে ২-০ ব্যাবধানে এগিয়ে দেন বেনজেমা। ১০ মিনিটে বিলবাওয়ের হয়ে একটি গোল পরিশোধ করেন ওইহান সানসেট। পরে থিবুত কুর্তোয়ার একটি প্রচেস্টা ব্যর্থ হয়।
চলতি মৌসুমে ১৪ ও ১৫তম গোল করে বেনজেমা পৌঁছে গেছেন লীগের সর্বোচ্চ গোলদাতার আসনে।
এর আগে অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ আগের মতই খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারেনি। ইনজুরির কারণে আতোয়ান গ্রীজম্যান ও স্টেফান সেভিচের অনুপস্থিতিতে তাদের নাজুক ডিফেন্স আরো একবার ব্যর্থতার পরিচয় দিলে শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়ে দলটি। এই হারে অ্যাটলেটিকোর কোচ হিসেবে সিমিওনের দশ বছর পুর্তি উদযাপন যে ভেস্তে গেছে সেটি বলাই বাহুল্য।
পুর্তগীজ স্ট্রাইকার জোয়াও ফেলিক্সের গোলে দ্বিতীয় মিনিটেই লিড নেয় অ্যাটলেটিকো। কিন্তু ১৭ মিনিটে ভেনেজুয়েলার ফরোয়ার্ড ডারউইন মাচিস গোলটি পরিশোধ করে গ্রানাডাকে সমতায় ফেরানোর পর স্বাগতিক ওই দলের হয়ে ৬১ মিনিটে জয়সুচক গোল করেন জর্জ মলিনা। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।