স্পোর্টস ডেস্ক: ১২টি দল ওয়ানডে সুপার লিগের মঞ্চে ২০২৩ আইসিসি বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করার লক্ষ্যে লড়াই করে যাচ্ছে। ১৩ দল সুপার লিগে অংশ নিলেও ভারত বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ায় তারা সরাসরি খেলবে। বাকি ১২ দল থেকে শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এখন পর্যন্ত লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে বাংলাদেশ।
পাকিস্তান অধিনায়ক বাবর আজম এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেও তার দল লিগ টেবিলে মোটেও সুবিধাজনক অবস্থায় নেই।
১২ ম্যাচে ৯০২ রান তুলে বাবর আজম সর্বোচ্চ রান সংগ্রহকারী। ৭৯১ রান নিয়ে দ্বিতীয় স্থানে পল স্টার্লিং। ৪ নম্বরে থাকা বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের সংগ্রহ ৬২৪ রান। সুপার লিগে যুগ্মভাবে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও আয়ারল্যান্ডের ক্রেগ ইয়ং। দুজনের শিকার ২৮টি করে। এই তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসান ২৫ উইকেট নিয়ে আছেন ৪ নম্বরে। টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট পেয়েছে। ৬০ পয়েন্ট নিয়ে পাকিস্তান ৯ নম্বরে।
এবার দেখে নিন সর্বোচ্চ রান-উইকেট আর পয়েন্ট তালিকা :
ওয়ানডে সুপার লিগের সেরা পাঁচ রান সংগ্রহকারী :
১. বাবর আজম (পাকিস্তান) : ৯০২
২. পল স্টার্লিং (আয়ারল্যান্ড) : ৭৯১
৩. হ্যারি টেকটর (আয়ারল্যান্ড) : ৬৩১
৪. তামিম ইকবাল (বাংলাদেশ) : ৬২৪
৫. ইমাম-উল-হক (পাকিস্তান) : ৫৯৮
সেরা পাঁচ উইকেট শিকারি :
১. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) : ২৮
২. ক্রেগ ইয়ং (আয়ারল্যান্ড) : ২৮
৩. অ্যান্ডি ম্যাকব্রায়ান (আয়ারল্যান্ড) : ২৬
৪. সাকিব আল হাসান (বাংলাদেশ) : ২৫
৫. জোস লিটল (আয়ারল্যান্ড) : ২৫
সুপার লিগের পয়েন্ট টেবিল :
১. বাংলাদেশ : ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট
২. ইংল্যান্ড : ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট
৩. ভারত : ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট
৪. অস্ট্রেলিয়া : ১২ ম্যাচে ৭০ পয়েন্ট
৫. আফগানিস্তান : ৯ ম্যাচে ৭০ পয়েন্ট
৬. আয়ারল্যান্ড : ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট
৭. শ্রীলঙ্কা : ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট
৮. নিউজিল্যান্ড : ৬ ম্যাচে ৬০ পয়েন্ট
৯. পাকিস্তান : ১২ ম্যাচে ৬০ পয়েন্ট
১০. ওয়েস্ট ইন্ডিজ : ১৫ ম্যাচে ৫০ পয়েন্ট
১১. দক্ষিণ আফ্রিকা : ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট
১২. জিম্বাবুয়ে : ১২ ম্যাচে ৩৫ পয়েন্ট
১৩. নেদারল্যান্ডস : ১০ ম্যাচে ২৫ পয়েন্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।