স্পোর্টস ডেস্ক : বর্তমান বিশ্বে অন্যতম সেরা ফুটবলার ধরা হয় লিওনেল মেসিকে। আর রোনালদোকে ধরা হয় ২য় সেরা হিসেবে। এবার যে রোনালদোর জায়গা হয়নি সেরা ৩০এও।
৩১তম হয়েছেন রোনালদো। ২০১৯ সালে সারা বিশ্বের সকল ফুটবলারের র্যাংকিং প্রকাশ করেছে ফুটবল বিষয়ক সংস্থা সিআইইএস। তাদের প্রকাশিত তালিকায় শীর্ষ দশে জায়গা হয়নি পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর।
সিআইইএস এর প্রকাশিত তালিকায় ৩১ নম্বরে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো।
ক্রিশ্চিয়ানো রোনালদো ৩১ নম্বরে থাকলেও শীর্ষে রয়েছে ৬ বারের ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসি। সব কিছু বিবেচনা করে র্যাংকিং তৈরি করা এই তালিকায় মেসি জায়গা করে নিতে পেয়েছে ৪০১ পয়েন্ট। এই তালিকায় আছেন ৩য় স্থানে আছেন এমবাপ্পে, ৬ষ্ঠ স্থানে আছেন নেইমার জুনিয়র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


