বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্রথম তিন পর্ব শেষ হয়েছে। যেখানে খেলা হয়েছে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম এই তিন ভেন্যুতেই। চট্টগ্রাম পর্ব শেষে দুই দিনের বিরতি দিয়ে বিপিএল আবারো ফিরছে ঢাকায়।
ঢাকা ও সিলেটে অপরাজিত থাকা রংপুর রাইডার্স চট্টগ্রামে এসে আসরে প্রথম হারের স্বাদ পেয়েছে। তার পরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে তারা। অন্যদিকে ঘরের মাঠে দুই ম্যাচ জেতা সিলেট স্ট্রাইকার্স চট্টগ্রাম পর্বে ছিল জয়হীন। তাতে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে স্ট্রাইকার্সরা। চট্টগ্রাম পর্বে মোট ম্যাচ হয়েছে ১২ টি।
এই পর্ব শেষে ৮ ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। তারা মোট ম্যাচ খেলেছে ৯টি। যেখানে একমাত্র রাজশাহীর বিপক্ষে হেরেছে তারা। ৮ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ফরচুন বরিশাল। তাদের দুই হারের দুটিই রংপুরের বিপক্ষে।
তিন নম্বরে আছে চিটাগাং কিংস। ৯ ম্যাচে ৫ জয়ের বিপরীতে চার হার তাদের। মোট ১০ পয়েন্ট তাদের নামের পাশে। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪ জয় ও ৪ হারে ৮ পয়েন্ট নিয়ে চারে আছে খুলনা টাইগার্স।
১০ ম্যাচ খেলে রাজশাহীর হার ৬টি। ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে। টেবিলের ছয়ে ও সাতে আছে যথাক্রমেঢাকা ও সিলেট। ১০ ম্যাচ থেকে ৬ পয়েন্ট ঢাকার। আর তলানিতে থাকা সিলেটের সংগ্রহ ৪ পয়েন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।