Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন মঙ্গলবার বলেছেন, তিনি এ সপ্তাহের শেষের দিকে ইউক্রেন প্রশ্নে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে আলোচনা করবেন। তিনি মস্কোর সাথে সংলাপের প্রয়োজনীয়তার বিষয়ে জোর দিচ্ছেন। খবর এএফপি’র।
জার্মান চ্যান্সেলর ওলেফ স্কলজের পাশাপাশি ম্যাকরন বলেন, ‘আমি শুক্রবার সকালে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলবো।’ তিনি বলছেন এ আলোচনা হবে রাশিয়ার সাথে ‘সংলাপের দাবির’ এবং মস্কোর ইউক্রেন কৌশল বিষয়ে ‘ব্যাখ্যাদানের’ সুযোগ দেয়ার একটি অংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।