জুমবাংলা ডেস্ক : সীমিত পরিসরে আগামী শুক্রবার থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হচ্ছে। ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় দুই দেশ এই ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।
ড. মোমেন বলেন, ‘ভারতে চিকিৎসার জন্য আমাদের দেশ থেকে রোগীদের যেতে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২০ আগস্ট থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির মাধ্যমে ফ্লাইট চালু হচ্ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য প্রচুর চাহিদা রয়েছে। আমরা ভারত সরকারকে অনুরোধ করার পর তারা ফ্লাইট চালু করছে।’
এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত সোমবার এক প্রজ্ঞাপনে জানায়, ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


