
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ডে কাছে হেরে যাওয়ার পর ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে উঠলেও, মূল লড়াইয়ে একে একে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। যে কারণে বিশ্বকাপ মঞ্চ থেকে টাইগার বাহিনীকে ফিরতে হচ্ছে খালি হাতে।
বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের মিশন শেষ হয়েছে এক রাশ হতাশা নিয়ে। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে শুরু। আর সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ে শেষ।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে হারের পর আর আরব আমিরাতে থাকা হবে না বাংলাদেশ দলের। শুক্রবার দুপুরেই দেশের উদ্দেশে রওনা করবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকেল ৫টায় রাজধানী ঢাকায় অবতরণ করবে টাইগারা।
বাংলাদেশ দল দেশে ফেরার পর অবশ্য বেশিদিন বিশ্রাম বা বিরতি পাবে না। কেননা আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর আবার রয়েছে দুইটি টেস্ট ম্যাচ। এ দুই সিরিজের জন্য ১২ তারিখ থেকেই শুরু হয়ে যাবে দলীয় অনুশীলন।
ছয় ম্যাচসহ মোট আট ম্যাচে বাংলাদেশের জয় মাত্র দুইটিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


