Advertisement
স্পোর্টস ডেস্ক: মাহমুদুল্লাহ একাদশ এবং নাজমুল একাদশের মধ্যকার বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল ম্যাচটি শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আবহাওয়াজনিত কারণে সেটি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে রবিবার (২৫ অক্টোবর)। খবর: ইউএনবি’র
মূলত আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, এটি এখন পর্যন্ত খুব ভালো একটি টুর্নামেন্ট হয়েছে এবং আমরা উপযুক্তভাবে এটি শেষ করতে চাই।
তিনি বলেন, আগামী দুই দিন আবহাওয়ার পূর্বাভাস অনুকূলে না থাকায় ফাইনাল ম্যাচের জন্য রবিবার পুনর্নির্ধারণ করা হয়েছে।
আগামী সোমবার (২৬ অক্টোবর) সংরক্ষিত দিন রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার দুপুর দেড়টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।