জুমবাংলা ডেস্ক : শুক্রবার সকাল থেকেই মেট্রোরেল চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
মঙ্গলবার উত্তরায় মেট্রোরেল ডিপোতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, শুক্রবার সারাদিন মেট্রোরেল চালানোর বিষয়টি আগামী মে মাস থেকে শুরু হতে পারে।
যোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এই সভা হয়।
সেখানে আবদুর রউফ বলেন, বর্তমানে যে বিরতিতে মেট্রোরেল চলছে, তা কমিয়ে আনার চিন্তাও করছেন তারা। এতে দৈনিক ট্রেন চলাচলের সংখ্যা বাড়বে।
“আমরা চেষ্টা করছি মেট্রোরেলের ফ্রিকোয়েন্সি মে মাসের মধ্যে সহনীয় মাত্রায় আনা যায় কি না। এ লক্ষ্যে আমরা কাজ করছি। উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা রয়েছে। মে মাসকে আমরা টার্গেট করেছি। আশা করছি মে মাসের মধ্যে গুছিয়ে ফেলতে পারব।”
বর্তমানে শুক্রবার বেলা তিনটা থেকে মেট্রোরেল চলাচল করে। অন্যান্য দিন ব্যস্ত সময়ে পিক আওয়ারে ৮ মিনিট এবং অফ পিক আওয়ারে ১০ মিনিট পরপর উভয় দিক থেকে মেট্রোরেল চলছে।
আবদুর রউফ বলেন, বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করে ঢাকার প্রথম মেট্রোরেল। আর গত সোমবার সবচেয়ে বেশি প্রায় ৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করেছে। মেট্রোরেল। গত ২৩ জানুয়ারি পরিবহন করে ৩ লাখ ৮১ হাজারের বেশি।
আবদুর রউফ জানান, ২০২৩-২৪ অর্থবছরে টিকেট বিক্রি করে প্রায় ২৪৪ কোটি টাকা আয় হয়েছে। এর আগে ২০২২ সালে আংশিক চালুর পর ২০২২-২৩ অর্থবছরে আয় হয় ২২ কোটি টাকার বেশি।
ডিএমটিসিএল এমডি বলেন, “মেট্রোরেল প্রকল্পের ঋণের কিস্তি ও সুদ তিন কিস্তি পরিশোধ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭৬ কোটি টাকা এসেছে মেট্রোরেলের আয় থেকে।”
সভায় অন্যদের মধ্যে ডিএমটিসিএল পরিচালক (অর্থ ও হিসাব) আফতাবুজ্জামান, এমআরটি লাইন-৬–এর প্রকল্প পরিচালক জাকারিয়া, ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেইন্যান্স) নাসির উদ্দিন আহমেদ, পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) আবদুল বাকী মিয়া, এমআরটি লাইন-৫–এর প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান ও ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন উপস্থিত ছিলেন।
উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।